ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারিয়ে শুভ সূচনা বায়ার্ন মিউনিখের, হ্যারি কেইনের রেকর্ড গড়া জোড়া গোল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে চেলসিকে হারিয়ে শুভ সূচনা বায়ার্ন মিউনিখের, হ্যারি কেইনের রেকর্ড গড়া জোড়া গোল

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগে যেভাবে শুরু করেছে, তা যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের বার্তা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় গ্রুপপর্বের প্রথম ম্যাচে তারা চেলসিকে ৩-১ গোলে হারিয়ে জমজমাট সূচনা করেছে ইউরোপিয়ান মৌসুমের।

ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। চেলসির ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ ভুল করে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। গোল উপহার পেয়ে উল্লাসে মাতে বাভারিয়ানরা।

এরপরই চেলসির আরেকটি বড় ভুল। মিডফিল্ডার কাইসেদো বক্সের ভেতর হ্যারি কেইনকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ২৩ মিনিটে কেইন ঠাণ্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

তবে ২৯ মিনিটে পালমারের গোলে ম্যাচে ফেরে চেলসি। প্রথমার্ধটা তাই জমে ওঠে দুই দলের লড়াইয়ে।

কিন্তু দ্বিতীয়ার্ধে আর কোনো সুযোগই দিতে নারাজ ছিল বায়ার্ন। ৬৩তম মিনিটে মালো গুস্তোর মারাত্মক ভুলে বল পেয়ে যান কেইন। নির্ভুল শটে তিনি নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে ম্যাচ প্রায় নিশ্চিত করে দেন।

এতেই শুধু নয়, নতুন রেকর্ডও গড়লেন ইংল্যান্ড অধিনায়ক। ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের পর তৃতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দুটি আলাদা ক্লাবের হয়ে ২০টির বেশি গোল করার কীর্তি গড়েছেন হ্যারি কেইন।

শুরুটা দুর্দান্ত হওয়ায় এখন সমর্থকদের প্রত্যাশা, এই ছন্দ বজায় রেখে বায়ার্ন মিউনিখ এবার ইউরোপ জয় করবে।