ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ | ৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

সংবাদমাধ্যমের বাড়াবাড়ি শিরোনামে ক্ষুব্ধ স্বস্তিকা, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানালেন তিনি বুড়িমা নন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

সংবাদমাধ্যমের বাড়াবাড়ি শিরোনামে ক্ষুব্ধ স্বস্তিকা, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানালেন তিনি বুড়িমা নন

ওপার বাংলার জনপ্রিয় নায়িকা স্বস্তিকা মুখার্জী আবারও আলোচনায়। বয়স ৪৪ পেরোলেও সৌন্দর্য, অভিনয় আর সাহসী ব্যক্তিত্ব দিয়ে এখনও ভক্তদের মুগ্ধ করেন তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ক্ষোভ প্রকাশ করে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সংবাদমাধ্যমের শিরোনাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বস্তিকা। তার অভিযোগ, সাধারণ কথাবার্তাকেও ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়।

অভিনেত্রীর ভাষায়, “সংবাদমাধ্যমে আমার মন্তব্য নিয়ে যে ধরনের হেডলাইন বানানো হয়, তাতে মনে হয় আমি নাকি সবসময় গর্জে উঠছি বা বোমা ফাটাচ্ছি। অথচ আসল কথাগুলো একেবারেই সাধারণ।”

পোস্টে তিনি আরও লেখেন, “মাই নেম ইজ স্বস্তিকা মুখার্জি অ্যান্ড আই অ্যাম নট বুড়িমা।”

তার এই পোস্ট ঘিরে মুহূর্তেই শুরু হয় আলোচনার ঝড়। ভক্তরা কমেন্টে নানা প্রতিক্রিয়া জানাতে থাকেন। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় মজা করে লিখেছেন, “ওহ মা গো মা, নট বুড়িমা।” আবার এক ভক্ত লিখেছেন, “দিদি, তুমি সত্যিকারের বম্বশেল।”

সব মিলিয়ে, একেবারেই নিজের মতো করে স্পষ্টভাষী স্বস্তিকা আবারও প্রমাণ করলেন—তিনি খবরের শিরোনামে থাকতে জানেন।