ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

সুপার ফোরে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের হ্যান্ডশেক নিষিদ্ধ, আইসিসির নির্দেশে উত্তাল হচ্ছে এশিয়া কাপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম

সুপার ফোরে ভারত-পাকিস্তান ক্রিকেটারদের হ্যান্ডশেক নিষিদ্ধ, আইসিসির নির্দেশে উত্তাল হচ্ছে এশিয়া কাপ

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও থাকে বাড়তি নাটকীয়তা। এবার সেই নাটক যোগ হলো আরেক বিতর্কে—হ্যান্ডশেক নিষিদ্ধ।

এশিয়া কাপের গ্রুপপর্বে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা। প্রশ্ন উঠেছিল, তাহলে সুপার ফোরে কি একই দৃশ্য দেখা যাবে? ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আইসিসি সরাসরি নির্দেশ দিয়েছে পাকিস্তানকে—ভারতের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করা যাবে না।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বৈঠক করেছেন আইসিসির সিইও সংযোগ গুপ্তার সঙ্গে। পরে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গেও বৈঠক হয়। সেখানেই পাক ক্রিকেটারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, রোববার সুপার ফোর ম্যাচে তারা যেন ভারতের খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করেন। পাকিস্তান এই নির্দেশ মেনে নিয়েছে। অর্থাৎ, প্রতীক্ষিত সেই ম্যাচেও দেখা যাবে না কোনো করমর্দন।

এর আগে বুধবার জানা গিয়েছিল, ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট নাকি পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন। লাহোরে রমিজ রাজা ও নাজাম শেঠির সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান নাকভি জানিয়েছিলেন, পাইক্রফটের আচরণ নিয়ে আপত্তি ছিল, তবে ক্ষমা চাওয়ায় সমস্যা মিটেছে।

কিন্তু এখানেই নতুন বিতর্ক। ‘টাইমস অফ ইন্ডিয়া’ এবং ‘ক্রিকবাজ’-এর খবরে দাবি করা হয়েছে, পাইক্রফট ক্ষমা চাননি। বরং বৈঠকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। আইসিসির এক সূত্র জানায়, "ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিশেষ করে এমন একজনের ক্ষেত্রে যার দোষই ছিল না।"

সব মিলিয়ে ভারত-পাক ম্যাচ ঘিরে আগুনে ঘি ঢেলেছে আইসিসির এই নির্দেশ। এখন দেখার বিষয়, মাঠের খেলা ছাড়াও এই সিদ্ধান্তে দুই দেশের সমর্থকদের প্রতিক্রিয়া কেমন হয়।