ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ | ৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

বাগরাম ঘাঁটি পুনর্দখলের স্পষ্ট ইচ্ছা ট্রাম্পের, আফগান তালেবান ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ নেই বললো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

বাগরাম ঘাঁটি পুনর্দখলের স্পষ্ট ইচ্ছা ট্রাম্পের, আফগান তালেবান ফিরিয়ে নেয়ার কোনো সুযোগ নেই বললো

আফগানিস্তানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটি ফেরত পেতে চায় যুক্তরাষ্ট্র—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই পরিকল্পনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের তালেবান সরকার; তারা বলেছে, মার্কিন সেনাদের আফগানিস্তানে ফিরতে কোনোভাবেই দেওয়া হবে না।

সংযুক্তরাজ্যে সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনের সময় ট্রাম্প প্রথমবার আনুষ্ঠানিকভাবে এ ইস্যু উত্থাপন করেন। তিনি বলেন, “আমরা এটাকে (বাগরাম) তাদেরকে দিয়েছিলাম। এখন আমরা এটাকে ফিরে আনার চেষ্টা করছি।” এ মন্তব্য কয়েক দিনের মধ্যে প্রথমবার প্রকাশ্যেই এসেছিল।

সিএএনএনের প্রতিবেদন বলছে, তালেবানদের কাছ থেকে বাগরাম ঘাঁটি পুনরায় দখল করার উপায় খুঁজতে গত কয়েক মাসে আরেকবার কৌশলগত বিকল্প খোঁজার বিষয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের চাপ দিচ্ছেন ট্রাম্প। উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘ চলমান সামরিক উপস্থিতির পর মার্কিন সেনারা আফগানিস্তান থেকে প্রত্যাহার করলে তালেবান ওই ঘাঁটিটি দখল করে।

তবে ট্রাম্পের ওই পরিকল্পনার তীব্র বিরোধিতা করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আমরা প্রস্তুত, কিন্তু আফগানিস্তানে কোনোভাবে মার্কিন সেনা থাকবে না।” তাঁর কথায়, কাবুল রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী—তবে সেটা হবে তালেবান সরকারের শর্তসাপেক্ষে, যেখানে দেশটিতে মার্কিন সেনা উপস্থিতি থাকবে না।

জালালি আরও যোগ করেন, দুই দেশের মধ্যে আলোচনা হওয়া উচিত এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে তা হওয়া দরকার। কিন্তু আফগানিস্তানের ভূখণ্ডে পুনরায় যুক্তরাষ্ট্রের সামরিক পদার্পণ তালেবান মেনে নেবে না—এটাই তাদের স্পষ্ট পয়েন্ট।