এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
করমর্দন বিতর্কে উত্তপ্ত পরিবেশের মধ্যেই আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।
এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের লড়াইয়ের আগে নতুন করে আলোচনায় এসেছে টানটান উত্তেজনা।
সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তানের
ম্যাচের আগের দিন নিয়মমাফিক সংবাদ সম্মেলন করার কথা ছিল পাকিস্তানের। তবে তারা তা করেনি।
এর আগেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন বয়কট করেছিল পাকিস্তান। এতে বিতর্ক আরও বেড়েছে।
অ্যান্ডি পাইক্রফটকে ঘিরে নাটক
করমর্দন বিতর্কের অন্যতম চরিত্র ছিলেন অ্যান্ডি পাইক্রফট।
পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে না রাখার জন্য সরাসরি আইসিসির দ্বারস্থ হয়েছিল।
কিন্তু বিস্ময়ের বিষয়—ভারত-পাকিস্তানের আজকের ম্যাচের দায়িত্ব আবারও তাঁর হাতেই তুলে দিয়েছে আইসিসি।
করমর্দন না করার ঘটনা
সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে।
এই বৈরী পরিস্থিতির মধ্যেই মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচ শেষে পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতীয়রা।
টসের পরও হয়নি দুই অধিনায়কের করমর্দন।
আজ কি হাত মেলাবেন ক্রিকেটাররা?
এখন বড় প্রশ্ন—আজকের ম্যাচে কি দেখা যাবে করমর্দন?
ভারতীয় গণমাধ্যমের দাবি, ভারত তাদের অবস্থান থেকে সরে আসবে না।
প্রশ্ন করা হলে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব কূটনৈতিক উত্তর দেন—
“ব্যাট ও বলে দারুণ লড়াই হবে।”
সতীর্থদের উদ্দেশে তাঁর পরামর্শও বেশ স্পষ্ট—
“রুম বন্ধ করো, ফোন বন্ধ করো, আর ঘুমাও। আমার মনে হয়, সব কথা থামিয়ে দেওয়ার এটাই সেরা উপায়।”