ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে মুস্তাফিজ ছুঁলেন সাকিব, লিটন পেরিয়ে গেলেন রান তালিকায় শীর্ষে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে মুস্তাফিজ ছুঁলেন সাকিব, লিটন পেরিয়ে গেলেন রান তালিকায় শীর্ষে

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ।
১৬৯ রানের লক্ষ্য টাইগাররা টপকায় ১ বল হাতে রেখে। দলের জয়ে বড় অবদান রাখেন দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়, দুজনেই খেলেছেন ঝলমলে ফিফটির ইনিংস।

মুস্তাফিজের দুর্দান্ত বোলিং

ব্যাট হাতে ঝলক দেখানোর আগে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান।
৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এই তিন শিকারেই গড়ে ওঠে নতুন ইতিহাস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৯ উইকেট নিয়ে মুস্তাফিজ এখন সমান হয়ে গেছেন সাকিব আল হাসানের সঙ্গে। তবে পার্থক্য হলো—সাকিব যেখানে ১২৯ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন, সেখানে মুস্তাফিজ করেছেন মাত্র ১১৭ ম্যাচে।

তিনি প্রথম উইকেট নেন ১৪তম ওভারে কুশাল পেরেরাকে আউট করে। পরে ১৯তম ওভারে আরো দুটি শিকার—চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসকে ক্যাচ করান লিটনের হাতে, আর শেষ বলে হাসারাঙ্গাকে আউট করে সম্পূর্ণ করেন নিজের তিন উইকেট।

লিটনের ব্যাটে রেকর্ড

রান তাড়া করতে নেমে ১৬ বলে ২৩ রান করেন লিটন দাস।
এই ইনিংসেই গড়ে ওঠে নতুন কীর্তি। লিটনের আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান এখন ২৫৫৬, যা সাকিব আল হাসানের ২৫৫১ রানকে ছাড়িয়ে দিয়েছে।
অর্থাৎ বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন লিটন দাস।