ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

শ্রীকান্তের বিস্ফোরক কটাক্ষ: পাকিস্তান নাকি সপ্তম বিভাগের দল, ভারতকে দিতে পারবে না চ্যালেঞ্জ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

শ্রীকান্তের বিস্ফোরক কটাক্ষ: পাকিস্তান নাকি সপ্তম বিভাগের দল, ভারতকে দিতে পারবে না চ্যালেঞ্জ

এশিয়া কাপের সুপার ফোরে আজ আবারও মুখোমুখি ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বেই ভারত হেসেখেলে ১২৮ রানের লক্ষ্য মাত্র ১৫.৫ ওভারে টপকে গিয়েছিল। সেই হারের পর ফের ভারত-পাকিস্তান লড়াইয়ের আগে পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

পাকিস্তানকে তিনি সরাসরি ‘সপ্তম বিভাগের দল’ আখ্যায়িত করেছেন। তাঁর দাবি, এবারও পাকিস্তান ভারতের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারবে না।

নিজের ইউটিউব চ্যানেল ‘চিকি চীকা’-তে শ্রীকান্ত বলেন,
‘আগামী দিনে পাকিস্তানকে বড় দলগুলোর সঙ্গে খেলতে দেওয়া উচিত নয়। ওদের অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে খেলানো হোক। পাকিস্তানের জন্য তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এমন মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে দেওয়া হচ্ছে। এখন থেকে ভারত-পাকিস্তান ম্যাচ দর্শক টানবে না।’

তিনি আরও যোগ করেন,
‘ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এখন শুধু ইতিহাস। এই পাকিস্তান দল আমাদের কোনো ভয় ধরাতে পারবে না। এরা তো চেন্নাই লিগের সপ্তম বিভাগের দল!’

তবে সমালোচনার মাঝেও পাকিস্তান শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছে সুপার ফোরে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ১৪৬ রান করেই জয় নিশ্চিত করে তারা।

কিন্তু শ্রীকান্ত মনে করেন, পাকিস্তান এগোচ্ছে ভুল পথে। দায় চাপালেন বর্তমান প্রধান কোচ মাইক হেসনের কাঁধে।
‘মাইক হেসন আবার বলবে ওরা ভালো দল, শুধু দুর্ভাগ্যের কারণে ভারতের কাছে হেরেছে। কিন্তু হেসনের কোচিংয়ে পাকিস্তান কোথাও যেতে পারবে না।’

উল্লেখ্য, নিউজিল্যান্ড জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন হেসন। তিনি ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন।

ভারত-পাকিস্তানের এই মহারণ হবে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে। দুই দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে সেই ম্যাচে।