ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

ভারতকে হারাতে শাহীন আফ্রিদিকে গোপন কৌশল দিলেন ওয়াসিম আকরাম, সতর্ক করলেন গিলকে লক্ষ্য করে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

ভারতকে হারাতে শাহীন আফ্রিদিকে গোপন কৌশল দিলেন ওয়াসিম আকরাম, সতর্ক করলেন গিলকে লক্ষ্য করে

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে নামতে যাওয়া পাকিস্তান দলকে বিশেষ পরামর্শ দিয়েছেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তার মূল বার্তা—শাহীন শাহ আফ্রিদিকে শুভমান গিলের বিপক্ষে মাথা ঠান্ডা রেখে বোলিং করতে হবে।

আকরামের টিপস আফ্রিদির জন্য

আকরামের মতে, আফ্রিদির উচিত নয় শুরু থেকেই একই ধাঁচে বল করা। ভ্যারিয়েশন আনতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন,
“আমি চাই না আফ্রিদি প্রথমেই তার চেনা বোলিং করুক। কারণ, সারা দুনিয়া এখন তার প্ল্যান জানে। অবশ্যই একটা প্ল্যান বি থাকা দরকার। এক-দুইটা ইয়র্কার ঠিক আছে, কিন্তু বারবার নয়। যদি ইয়র্কার মিস হয়, তাহলে সহজেই বাউন্ডারি হয়ে যাবে। তাই লেন্থ মিশিয়ে বোলিং করা জরুরি।”

ভারতের বিপক্ষে আগের ব্যর্থতা

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে করুণভাবে হার মানে পাকিস্তান।
প্রথমে ব্যাট করে তারা থামে মাত্র ১২৭ রানে। ভারতের স্পিনার কুলদীপ যাদব একাই নেন ৩ উইকেট। পরে মাত্র ১৫.৫ ওভারে ভারত লক্ষ্য পেরিয়ে সহজ জয়ে মাঠ ছাড়ে।

কুলদীপের বিপক্ষে পাকিস্তানের সমস্যা

আকরাম শুধু আফ্রিদির টিপসেই থেমে থাকেননি, পাকিস্তানের ব্যাটিং লাইনআপকেও তুলোধোনা করেছেন। কুলদীপ যাদবকে সামলাতে না পারা নিয়েও তার কড়া সমালোচনা।

তিনি বলেন,
“এটাই কুলদীপের বোলিং স্টাইল। পাকিস্তানের ব্যাটাররা তাকে পড়তেই পারছে না। প্রি-শোতে আমি সানি ভাই (সুনীল গাভাস্কার)-এর সঙ্গে কথা বলছিলাম। উনি বলেছিলেন, ‘যতক্ষণ না আপনি তার হাত থেকে বল ছাড়ার ভঙ্গি পড়তে শিখবেন, ততক্ষণ এই বোলিং বোঝা যাবে না।’ আর ঠিক তাই হলো।”