ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

‘খেলা দেখবে না, ঘুমাও’—পাকিস্তান ম্যাচ নিয়ে সতীর্থদের কঠিন বার্তা দিলেন সূর্যকুমার যাদব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

‘খেলা দেখবে না, ঘুমাও’—পাকিস্তান ম্যাচ নিয়ে সতীর্থদের কঠিন বার্তা দিলেন সূর্যকুমার যাদব

এশিয়া কাপে আবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই দেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, মাঠের ভেতরে যেমন লড়াই হয়, মাঠের বাইরেও নানা ঘটনা ঘিরে তোলপাড় পড়ে যায়। সাবেক ক্রিকেটার থেকে বিশ্লেষকরা তর্কে জড়িয়ে পড়েন। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে তেমন সমান তালে লড়াই দেখা যায়নি।

গ্রুপ পর্বেই ভারতের কাছে সহজে হেরে গিয়েছিল পাকিস্তান। কিন্তু খেলার চেয়ে বেশি আলোচনায় ছিল ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে বিতর্ক। পাকিস্তান তো এতটাই ক্ষুব্ধ হয়েছিল যে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি তোলে। এমনকি টুর্নামেন্ট বয়কটের কথাও শোনা যাচ্ছিল।

আগামীকাল (রবিবার) পাকিস্তানের বিপক্ষে আবার মাঠে নামবে ভারত। তবে মাঠের বাইরের এইসব বিতর্কে একদমই কান দিচ্ছেন না ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তার বার্তা একটাই—মনোযোগ ধরে রাখতে হবে খেলায়।

সূর্য জানেন, বলা সহজ হলেও করা অনেক কঠিন। তিনি বলেন,
“এটা বলা সহজ, কিন্তু কখনো কখনো করা কঠিন। কারণ, আপনি বন্ধুদের সঙ্গে মিশবেন, রাতে খেতে যাবেন, আশপাশে নানা মানুষের সঙ্গে দেখা হবে। কিন্তু শেষ পর্যন্ত এটা আপনার নিজের সিদ্ধান্ত—আপনি কী শুনবেন বা কী মাথায় রেখে অনুশীলন কিংবা ম্যাচে নামবেন।”

অধিনায়কের মতো সতীর্থদের প্রতিও তার কঠিন পরামর্শ,
“আমি ছেলেদের স্পষ্ট জানিয়ে দিয়েছি—যদি তোমরা এই টুর্নামেন্টে এবং ভবিষ্যতেও ভালো করতে চাও, তবে বাইরের অনেক কিছু থেকেই দূরে থাকতে হবে। আমি বলছি না সবকিছু বন্ধ করে দিতে হবে—কিছু ইতিবাচক জিনিস নেওয়া যায়। কেউ ভালো কোনো পরামর্শ দিলে সেটা মাঠে কাজে লাগতে পারে।”