এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
চলতি মাসের ৩০ তারিখ শুরু হচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচসহ মোট আটটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি।
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম পর্বের ম্যাচ পরিচালকদের তালিকা ইতোমধ্যেই প্রকাশ করেছে আইসিসি।
আগামী ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ। এই ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে মাঠে থাকবেন জেসি।
মাঠের আম্পায়ার হিসেবে মোট চারটি ম্যাচ পরিচালনা করবেন জেসি। এরা হলেন:
৩ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
৬ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
১৫ অক্টোবর কলম্বোতে ইংল্যান্ড-পাকিস্তান
২৬ অক্টোবর বিশাখাপাত্তমে ইংল্যান্ড-নিউজিল্যান্ড
টিভি আম্পায়ারের দায়িত্বেও দেখা যাবে জেসিকে:
১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড
২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড
উদ্বোধনী ম্যাচের পর, ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে চতুর্থ আম্পায়ার
এবারই প্রথম মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন সব নারী আম্পায়ার। বাংলাদেশের জেসি এই ইতিহাসের অংশ হচ্ছেন।
এর আগে মেয়েদের এশিয়া কাপে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম আইসিসির কোনো আসরে দায়িত্ব পেলেন জেসি। দেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে তিনি ছেলেদের আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার কীর্তিও গড়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
ছেলেদের একটি ম্যাচের পাশাপাশি মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ ও টিভি আম্পায়ার হিসেবে জেসি এখন পর্যন্ত পরিচালনা করেছেন ৮টি ওয়ানডে এবং ২২টি টি-টুয়েন্টি।