ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ | ৬ আশ্বিন ১৪৩২
Logo
logo

মুস্তাফিজ-তাসকিনের শেষ ওভারেই হেরে গেছি, কৃতিত্ব দিতে হবে–দাসুন শানাকা স্বীকার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

মুস্তাফিজ-তাসকিনের শেষ ওভারেই হেরে গেছি, কৃতিত্ব দিতে হবে–দাসুন শানাকা স্বীকার

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে দারুণ এক ম্যাচে। তবে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা মনে করছেন, জয় না মেলার মূল কারণ হলো মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের শেষ দুই ওভার।

ম্যাচের একপর্যায়ে নিয়মিত উইকেট হারাচ্ছিল শ্রীলঙ্কা, তবে শানাকা ব্যাট করে ঝড়ো ইনিংস খেলছিলেন। ১৫ থেকে ১৮তম ওভারে দলটি নিয়েছে ৫৫ রান। সেই সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা দুইশর কাছাকাছি স্কোর করবে।

তবে ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ওই ওভারে একটি রান আউটও আদায় হয়। শেষ ওভারে তাসকিন চারটি ডট বল দেন। কিছু চার-ছক্কা খেয়েও মাত্র ১০ রান দেন তিনি। ফলে শ্রীলঙ্কার মোট সংগ্রহ ১৮০ রানের বেশি হয়নি বলে মনে করেন শানাকা। ম্যাচ শেষে তাই তিনি বাংলাদেশের এই দুই বোলারকে কৃতিত্ব দিয়েছেন।

সংবাদ সম্মেলনে শানাকা বলেছেন, “আমাদের মোমেন্টাম তৈরি হয়েছিল, কিন্তু চারিথ আউট হওয়ার পর কিছুটা হারিয়ে ফেলি। মুস্তাফিজ এবং তাসকিন শেষের কয়েকটি ওভার খুব ভালো বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছিলাম, কিন্তু পৌঁছাতে পারিনি।”

মুস্তাফিজের অভিজ্ঞতাকেও বিশেষভাবে উঁচু মানের হিসেবে উল্লেখ করেছেন শানাকা। তিনি বলেন, “তিনি আইপিএল খেলছেন এবং প্রায় ১০ বছর ধরে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে আসছেন। তাই তাকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে।”

শানাকা আরও যোগ করেন, “কোনও বিশেষ পরিকল্পনা ছিল না। যেদিন তার দিন থাকে, সে আধিপত্য দেখায়। যেদিন আমার দিন থাকে, আমি আধিপত্য করি। এটাই ক্রিকেট। প্রত্যেক বোলারকে মারতে পারি না।”