এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
যুক্তরাজ্যের টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ প্রথমবারের মতো অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শীর্ষ তিনে জায়গা হারিয়েছে।
চলতি বছরের র্যাঙ্কিং অনুযায়ী, লন্ডন স্কুল অব ইকনোমিক্স (এলএসই) টানা দ্বিতীয় বছরই প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে আছে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, আর তৃতীয় স্থানে উঠে এসেছে ডারহাম বিশ্ববিদ্যালয়।
অক্সফোর্ড এবং কেমব্রিজ এবার যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছে। এটি ৩২ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল। গত বছর অক্সফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ চতুর্থ। সেই বছর এলএসই প্রথমে উঠে আসে এবং সেন্ট অ্যান্ড্রুজ দ্বিতীয় স্থানে অবস্থান করে।
এবারের র্যাঙ্কিংয়ে ডারহাম বিশ্ববিদ্যালয়কে ‘ইয়ার ইউনিভার্সিটি ২০২৬’ হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি গত বছর পঞ্চম স্থান থেকে এবার তৃতীয় স্থানে উঠে এসেছে।
টাইমস ও সানডে টাইমস ১৯৯৩ এবং ১৯৯৮ সাল থেকে এই বিশ্লেষণভিত্তিক বিশ্ববিদ্যালয় গাইড প্রকাশ করে আসছে।
তবে গত সপ্তাহে প্রকাশিত দ্য গার্ডিয়ান ইউনিভার্সিটি গাইড ২০২৬-এ অক্সফোর্ড প্রথম এবং কেমব্রিজ তৃতীয় স্থান ধরে রেখেছে।