এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম
ভারত-পাকিস্তান মানেই তীব্র লড়াই—এই ধারণা ভেঙে দিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরে পাকিস্তানকে সহজে হারানোর পর তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই, আছে শুধু পারফরম্যান্সের ফারাক।
ম্যাচ শেষে সাংবাদিকরা সূর্যকুমারকে প্রশ্ন করেন, পাকিস্তান কি আগের ম্যাচের তুলনায় উন্নতি করেছে? উত্তরে তিনি দৃঢ়ভাবে বলেন,
“প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করুন। ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা এখন শুধু অতীত। যদি দুই দল ১৫-২০ ম্যাচ খেলে ফলাফল হয় কাছাকাছি, তখন বলা যায় প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু ১৩-০, ১০-১ এর মতো রেকর্ডে সেটা বলা যায় না। আমরা কেবল তাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছি।”
এই জয়ের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা সপ্তমবার জয়ের স্বাদ পেল ভারত। পাকিস্তান সর্বশেষ ভারতকে হারিয়েছিল ২০২২ সালের এশিয়া কাপে।
খেলার প্রসঙ্গে সূর্যকুমার জানান, ম্যাচের শুরুটা পাকিস্তান ভালো করলেও বিরতির পর ভারতের বোলাররা পুরো দৃশ্যপট বদলে দেন। প্রথম ১০ ওভারে পাকিস্তান তোলে ৯১ রান—ভারতের বিপক্ষে তাদের সেরা সূচনা। তবে ড্রিঙ্কস বিরতির পর বোলারদের শরীরী ভাষা, লাইন-লেংথ ও এনার্জি বদলে যায়।
বিশেষ করে শিবম দুবের দুর্দান্ত স্পেলকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন অধিনায়ক। দুবে তার ৩৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র তৃতীয়বার পূর্ণ চার ওভার বল করেন। ৩৩ রান খরচায় নেন ২ উইকেট—আউট করেন সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানকে।
আইয়ুবের উইকেটে ভাঙে ৭২ রানের জুটি। আর ফারহানকে ফেরানোর পর পাকিস্তানের রানের গতি পুরোপুরি থেমে যায়। যদিও এদিন জাসপ্রিত বুমরাহ ছিলেন খরুচে—৪ ওভারে দেন ৪৫ রান ও পাননি কোনো উইকেট। তবে দুবের স্পেল সেই ঘাটতি পূরণ করে দেয়।
সূর্যকুমার বলেন,
“দুবে অনুশীলনে সবসময় বোলিং নিয়ে কাজ করছিল। অন্তত দুই ওভার বল করতে চাইত। আজ পুরো কোটা পেয়েছে এবং নিখুঁতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। সুযোগ পেলেই সে দলের জন্য অবদান রাখতে প্রস্তুত।”