এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম
এশিয়া কাপ মানেই উত্তেজনা, আর এবার সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে করমর্দন বিতর্কে। গ্রুপ পর্বে শুরু হওয়া এই তর্ক এখন সুপার ফোরেও গড়িয়েছে। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে করমর্দন করছেন না—এটাই মূল ইস্যু। তবে এই বিতর্কে এবার ভিন্ন সুর তুললেন ভারতের সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
আজহার সোজাসাপ্টা বলেছেন, “আমার মতে করমর্দন করার মধ্যে কোনও ভুল নেই। ম্যাচ খেলতে নামলে সব নিয়ম মেনে খেলতে হয়। করমর্দনও তারই অংশ। আমি এর মধ্যে কোনও সমস্যা দেখি না।”
তিনি আরও যোগ করেন, “প্রতিবাদের জন্য খেলতে নামা অর্থহীন। যদি খেলতে না চাও, তাহলে খেলো না। কিন্তু একবার রাজি হয়ে গেলে সেটা আইসিসি টুর্নামেন্ট হোক বা এশিয়া কাপ, তখন পুরোটা দিয়েই খেলতে হবে। নাহলে খেলার মানেই নেই।”
উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ থেকেই। টসে সূর্যকুমার যাদব পাকিস্তানের অধিনায়ক সালমন আলি আগার সঙ্গে হাত মেলাননি। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা কোনও পাক খেলোয়াড়ের সঙ্গেও করমর্দন করেননি।
এতে বেজায় ক্ষুব্ধ হয় পাকিস্তান। কখনও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধে অভিযোগ তোলে, কখনও আবার ম্যাচ বয়কটের হুমকি দেয়। এমনকি সংযুক্ত আরব আমিরশাহীতে এক ম্যাচে পাক দল প্রায় এক ঘণ্টা দেরিতে মাঠে নামে।
তবে এত নাটকের পরও আসন্ন ভারত-পাকিস্তান লড়াইয়ের ম্যাচ রেফারি হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অ্যান্ডি পাইক্রফট। ফলে মাঠে ক্রিকেটের লড়াইয়ের সঙ্গে বিতর্কের উত্তাপও যে থাকছে, তা বলাই যায়।