ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২
Logo
logo

এশিয়া কাপে অর্ধশতরান উদযাপনে একে৪৭ ভঙ্গি, পাকিস্তানি ব্যাটার ফারহানকে নিয়ে সমালোচনার ঝড়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম

এশিয়া কাপে অর্ধশতরান উদযাপনে একে৪৭ ভঙ্গি, পাকিস্তানি ব্যাটার ফারহানকে নিয়ে সমালোচনার ঝড়

রবিবার রাতে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। তবে মাঠের হারের আগেই বড় বিতর্ক তৈরি করে ফেলেছেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। অর্ধশতরান করার পর তাঁর উদযাপনই হয়ে উঠেছে সমালোচনার কেন্দ্রবিন্দু।

হার্দিক পাণ্ডিয়া আর জসপ্রীত বুমরাহর মতো ভারতীয় বোলারদের সামনে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন ফারহান। মাত্র ১০তম ওভারেই অক্ষর পটেলের বলকে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরে পূর্ণ করেন নিজের হাফ-সেঞ্চুরি।

কিন্তু এর পরের দৃশ্যেই বিস্ফোরণ। ব্যাটকে কাঁধে তুলে ধরে বন্দুক চালানোর ভঙ্গিতে উল্লাস করেন তিনি। খেলাধুলোর জগতে এই ভঙ্গি পরিচিত ‘একে৪৭ সেলিব্রেশন’ নামে।

মুহূর্তের মধ্যেই ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার ঝড়ও শুরু হয়। কারণ, সম্প্রতি পহেলগাঁও হত্যাকাণ্ড এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান সম্পর্ক এমনিতেই টানটান। তার মধ্যে এই ভঙ্গি অনেকের কাছে অশোভন বলে মনে হয়েছে।

এশিয়া কাপে দুই দেশ মুখোমুখি হবে কি না, তা নিয়েই যখন প্রশ্ন ছিল, তার উপর গ্রুপ পর্ব থেকেই করমর্দন বিতর্কে উত্তাল হয়েছিল ক্রিকেটবিশ্ব। সেই পরিস্থিতিতে ফারহানের একে৪৭ উদযাপন আরও এক ধাপ বিতর্ক বাড়িয়ে দিয়েছে।

ধারাভাষ্যকার থেকে শুরু করে সাধারণ সমর্থক—সবাই এই আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন, ভারতের সামরিক অভিযানকে কটাক্ষ করতেই ফারহান এমন উদযাপন করেছেন।

তবে এখনো পর্যন্ত ফারহান বা পাকিস্তান দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য আসেনি। ফলে বিতর্ক আরও বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।