এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে আজ রাতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলই এখনো টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
একটি করে ম্যাচ হেরেছে তারা। পাকিস্তান হেরেছে ভারতের কাছে, আর শ্রীলঙ্কা হেরেছে বাংলাদেশের কাছে। তবে এই হার তাদের ফাইনালের আশা শেষ করে দেয়নি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে দুবাইয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ।
গ্রুপ পর্বে দুর্দান্ত ফর্মে ছিল শ্রীলঙ্কা। টানা তিন ম্যাচ জিতে সুপার ফোরে ওঠে তারা। কিন্তু সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় লঙ্কানরা।
অন্যদিকে, পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও, আরব আমিরাত ও ওমানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয়। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হেরে বসে সালমান আগার দল।
এখন দুই দলের জন্যই জয় ছাড়া বিকল্প নেই। যদিও পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টিতে শেষ পাঁচবারের সবকটিতেই পাকিস্তানকে হারিয়েছে শ্রীলঙ্কা। তাই সাম্প্রতিক পারফরম্যান্সে লঙ্কানরাই এগিয়ে।
সুপার ফোরে এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশের পয়েন্ট দুই। ভারতের নেট রান রেট +০.৬৮৯, বাংলাদেশের +০.১২১। অন্যদিকে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রান রেট যথাক্রমে -০.১২১ ও -০.৬৮৯।