ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২
Logo
logo

চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া ট্রফি জিতে বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন এনরিকে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া ট্রফি জিতে বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন এনরিকে

প্যারিসে আয়োজিত জমকালো ব্যালন ডি’অর অনুষ্ঠানে সোমবার (২২ সেপ্টেম্বর) ঘোষণা করা হলো এ বছরের বর্ষসেরা কোচের নাম। সেরার মুকুট উঠেছে পিএসজি বস লুইস এনরিকের মাথায়। ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ বর্ষসেরা কোচ হিসেবে তার নাম ঘোষণা করে।

পুরুষ বিভাগে এনরিকে পেছনে ফেলেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্নে স্লট, চেলসির এনজো মারেস্কা এবং নাপোলির আন্তোনিও কন্তেকে। গত মৌসুমে তার কোচিংয়ে পিএসজি প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। শুধু তাই নয়, লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপও জিতেছে দলটি। ইতিহাস গড়ে পিএসজি হয়েছে প্রথম ফরাসি ক্লাব, যারা এক মৌসুমে ট্রেবল জিতেছে।

নারী ফুটবলে বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান। তিনি গত বছর উইমেন’স ইউরো জিতিয়ে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়েন।

উল্লেখ্য, গত বছর থেকে ব্যালন ডি’অর পুরস্কারে যুক্ত হয়েছে বর্ষসেরা কোচের বিভাগ, যা রাখা হয়েছে নেদারল্যান্ডস ও বার্সেলোনার কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে। ২০২৪ সালে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি (পুরুষ) এবং চেলসির এমা হায়েস (নারী)।