ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২
Logo
logo

বিশ্বসেরা বিজ্ঞানী, একাডেমিক ও বিশেষজ্ঞদের টানতে যুক্তরাজ্যের ভিসা ফি বাতিলের পরিকল্পনা আলোচনায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

বিশ্বসেরা বিজ্ঞানী, একাডেমিক ও বিশেষজ্ঞদের টানতে যুক্তরাজ্যের ভিসা ফি বাতিলের পরিকল্পনা আলোচনায়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলারে বাড়ানোর ঘোষণা দিয়েছেন, সেখানে একেবারে ভিন্ন পথে হাঁটছে যুক্তরাজ্য।

দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিশ্বসেরা মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা নিয়েছেন। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছে, যা ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, স্টারমার কিছু ভিসা ফি পুরোপুরি বাদ দেওয়ার প্রস্তাব বিবেচনা করছেন। বিশেষ করে বিশ্বের শীর্ষ পাঁচটি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ীরা এই সুবিধা পাবেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে নানা কৌশল নিয়ে কাজ করছে। তাদের মূল লক্ষ্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।

এদিকে, যুক্তরাষ্ট্রে নতুন এইচ-১বি ভিসা আবেদনকারীদের জন্য এক লাখ ডলার ফি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে রবিবার থেকে। যা মূলত প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তই যুক্তরাজ্যের নীতি পরিবর্তনের উদ্যোগকে আরও ত্বরান্বিত করেছে। কারণ আসন্ন বাজেট ঘোষণার আগে প্রবৃদ্ধি বাড়াতে নতুন প্রণোদনা খুব জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার ফি ৭৬৬ পাউন্ড (প্রায় ১,০৩০ মার্কিন ডলার), যা স্বামী/স্ত্রী ও সন্তানদের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। তবে এই ফি বাতিলের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যই হতে পারে আগামী দিনের সেরা গন্তব্য বিশ্বসেরা মেধাবীদের জন্য।