ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ | ৮ আশ্বিন ১৪৩২
Logo
logo

আফগান কিশোর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ঢুকে দিল্লিতে অবতরণ, বিমানবন্দরে ধরা পড়ল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

আফগান কিশোর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ঢুকে দিল্লিতে অবতরণ, বিমানবন্দরে ধরা পড়ল

কৌতূহলবশত উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে ঢুকে আফগান কিশোর ভারতে পৌঁছে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, ঘটনা ঘটেছে গত রোববার KAM Airlines-এর ARQ-4401 ফ্লাইটে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ১৩ বছর বয়সী ওই কিশোর কাবুল বিমানবন্দরে ঢুকে উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে প্রবেশ করে। নির্ধারিত সময় বেলা ১১টায় (কাবুল সময়) ফ্লাইটটি দিল্লির উদ্দেশে রওনা হয়। দুই ঘণ্টার যাত্রার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

এরপর বিমানবন্দর নিরাপত্তা কক্ষে রিপোর্ট আসে, উড়োজাহাজের আশপাশে ১৩ বছর বয়সী কিশোর ঘোরাঘুরি করছে। KAM Airlines-এর কর্মীরা তাকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর কাছে হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা। কৌতূহলবশত কাবুল বিমানবন্দরে ঢুকে somehow ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফ্লাইটে আবার কাবুল ফেরত পাঠানো হয়।

এই ঘটনার পর উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানে শুধুমাত্র ছোট লাল রঙের একটি স্পিকার পাওয়া যায়। তাই বিমানটিকে নিরাপদ ঘোষণা করা হয়।