ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

এশিয়া কাপে সুপার ফোরে প্রথমবার ভারতের মুখোমুখি বাংলাদেশ, সিমন্স-দের আত্মবিশ্বাসী বার্তা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

এশিয়া কাপে সুপার ফোরে প্রথমবার ভারতের মুখোমুখি বাংলাদেশ, সিমন্স-দের আত্মবিশ্বাসী বার্তা

চলমান এশিয়া কাপে এবারই প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। সুপার ফোরে ওঠার ফলে দুই দল আজ রাতে মাঠে নামছে একে অপরের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই লড়াই, যা নিয়ে দুই শিবিরেই চলছে তুমুল বিশ্লেষণ।

টাইগার শিবিরে আত্মবিশ্বাস

বাংলাদেশের কোচ ফিল সিমন্স এবং অলরাউন্ডার মেহেদি হাসান ভারতকে নিয়ে বাড়তি চিন্তা করছেন না। যদিও স্বীকার করছেন—এশিয়া কাপে ভারতকে হারানো সহজ নয়। এখন পর্যন্ত সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত খেলছে একেবারে চ্যাম্পিয়নদের মতো। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভাসছে ভারত, আর সেই দলকেই বুধবার চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ।

তবে সিমন্স ভিন্নভাবে ভাবছেন। তার মতে, “টুর্নামেন্টে যে কোনো দল ভারতের বিপক্ষে জেতার ক্ষমতা রাখে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। আমরাও ভারতকে হারাতে পারি। শ্রীলঙ্কাকে হারানোর পর দলটা আত্মবিশ্বাসী।”

খেলোয়াড়দের মানসিকতা

ভারতের বিপক্ষে নামার আগে মেহেদি হাসান বলেন, “বেশি কিছু চিন্তা করছি না। এটা কেবল একটা ক্রিকেট ম্যাচ। প্রতিপক্ষ ভারত হোক বা অস্ট্রেলিয়া, আমাদের খেলার মানসিকতা একই থাকে।”

এখন পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ বার টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। এর মধ্যে মাত্র একবারই জয় পেয়েছে বাংলাদেশ। পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ভারত। তবে মেহেদির মতে, “এসব নিয়ে ভাবছি না। হাইপ তোলার কিছু নেই। যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ খেলি, ভারতের বিরুদ্ধেও সেভাবেই নামব।”

কোচের শেষ বার্তা

ভারত ম্যাচ নিয়ে সিমন্স আরও বলেন, “বিশ্বাস থাকতেই হবে। সুযোগ এলে সেটার সদ্ব্যবহার করতে হবে। যদি সেটা করতে পারি, আমাদের জয়ের সম্ভাবনাও আছে ভারতের বিপক্ষে।”

আজকের ম্যাচ তাই শুধু সুপার ফোর নয়, আত্মবিশ্বাসেরও পরীক্ষা হতে যাচ্ছে টাইগারদের জন্য।