এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে সুপার ফোরের অর্ধেক পথ শেষ। এখন বাকি আর মাত্র তিনটি ম্যাচ। আর এই তিন ম্যাচেই ঠিক হয়ে যাবে কোন দুই দল উঠবে এবারের এশিয়া কাপ ফাইনালে।
পাকিস্তানের কাছে হারের ফলে শ্রীলঙ্কার ফাইনালে খেলার সুযোগ এখন কেবল কাগজে কলমে। বাস্তবে সেটা অনেক কঠিন। কারণ লঙ্কানদের শুধু ভারতকে হারালেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে।
বাংলাদেশের সমীকরণ আরও স্পষ্ট। শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতেই হবে। তাতে আর কোনো হিসাব কষতে হবে না। সরাসরি ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যাবে সাকিব-লিটনরা, অন্য সবাইকে রেখে যাবে দর্শকসারিতে।
অবশ্য আরেকটা সমীকরণও আছে। যদি ভারত শেষ দুই ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হারে, আর শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে হারায়, তাহলে পয়েন্ট টেবিলে পাল্টে যাবে হিসাব। তখন বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট হবে ৪, আর ভারত-শ্রীলঙ্কা থেকে যাবে ২ পয়েন্টে। সেই অবস্থায় নেট রানরেটের কোনো হিসাব ছাড়াই বিদায় নেবে ভারত।
এদিকে ভারতের বর্তমান ফর্ম দেখে মনে হচ্ছে, তাদের হারানো সহজ হবে না। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা—শেষ মুহূর্ত পর্যন্ত কোনো সমীকরণই বাতিল নয়।