এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম
নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কিছুদিন। এর মধ্যেই বড় ধাক্কা খেলো ভারত নারী ক্রিকেট দল। মন্থর ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে জরিমানা করেছে আইসিসি।
ম্যাচ ফি থেকে ১০ শতাংশ কেটে নিল আইসিসি
দিল্লিতে অনুষ্ঠিত সেই ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে পড়ে ভারত। নিয়ম অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়। সেই হিসেবে ভারত নারী দলকে গুনতে হলো মোট ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা।
এই শাস্তি দেন এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি জিএস লক্ষ্মী।
ম্যাচের ফল: মুনি-মান্ধানার সেঞ্চুরিও জেতাতে পারেনি ভারত
শেষ ওয়ানডেতে দুই দিক থেকেই শতক আসে—অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং ভারতের স্মৃতি মান্ধানা সেঞ্চুরি হাঁকান। কিন্তু তবুও জয় ধরা দেয়নি ভারতের হাতে। অস্ট্রেলিয়া ম্যাচ জেতে ৪৩ রানে।
অধিনায়ক হারমানপ্রিতের সিদ্ধান্ত
ভারত অধিনায়ক হারমানপ্রিত কর অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। তাই এই ঘটনায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
নারী বিশ্বকাপের আগে এ ধরনের শাস্তি ভারত দলের প্রস্তুতিতে চাপ বাড়াবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।