ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

আইসিসির কঠোর রায়ে ক্রিকেট থেকে নির্বাসিত আমেরিকা, তবে বিশ্বকাপ খেলার সুযোগ রয়ে গেছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

আইসিসির কঠোর রায়ে ক্রিকেট থেকে নির্বাসিত আমেরিকা, তবে বিশ্বকাপ খেলার সুযোগ রয়ে গেছে

ক্রিকেট থেকে নির্বাসিত হলো যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মঙ্গলবার এই কড়া সিদ্ধান্ত নিয়েছে। কারণ, একাধিক নিয়ম মানতে ব্যর্থ হয়েছে আমেরিকা।

গত এক বছর ধরে আমেরিকার ক্রিকেট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল আইসিসি। অবশেষে জানিয়ে দিল—আমেরিকা সঠিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে পারেনি, দেশের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি আদায়ে ব্যর্থ হয়েছে এবং আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। এসব কারণেই নির্বাসিত করা হলো তাদের।

মজার ব্যাপার হলো, ঠিক এক বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়েছিল আমেরিকা। সেই দলই এখন আইসিসির শাস্তির মুখে। এদিকে আমেরিকার ঘরোয়া ক্রিকেটও দ্রুত জনপ্রিয় হচ্ছিল। মেজর লিগ ক্রিকেটে টাকা ঢালছিল আইপিএলের বড় বড় ফ্র্যাঞ্চাইজি।

তবে স্বস্তির খবর আছে। নির্বাসন সত্ত্বেও আইসিসি জানিয়েছে, তাদের প্রতিযোগিতায় খেলার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। অর্থাৎ, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমেরিকা অংশ নিতে পারবে।

আরও বড় কথা, ২০২৮ সালের অলিম্পিক হবে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, আর সেখানে ক্রিকেট যুক্ত হয়েছে। আইসিসি নিশ্চিত করেছে, অলিম্পিক প্রস্তুতিতেও কোনো বাধা নেই আমেরিকার জন্য।