ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫ | ৯ আশ্বিন ১৪৩২
Logo
logo

ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ, আত্মবিশ্বাসটাই হবে বড় শক্তি বলছেন রোহান গাভাস্কার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৯ পিএম

ভারতের বিপক্ষে ভেঙে পড়বে না বাংলাদেশ, আত্মবিশ্বাসটাই হবে বড় শক্তি বলছেন রোহান গাভাস্কার

এবারের এশিয়া কাপে ভারতকে হারানো সম্ভব—এমন ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। ভারতের সাবেক ক্রিকেটার হারভজন সিং থেকে শুরু করে বাকি বিশ্লেষকরাও একই সুরে কথা বলছেন।

কারণও আছে। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ভারত সহজ জয় তুলে নিয়েছে। সুপার ফোরে প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়েছে অনায়াসে।

তবে সামনে আছে আরেক চ্যালেঞ্জ—বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। টাইগাররাও কিন্তু নিজেদের প্রথম ম্যাচে জিতেছে, শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুটা করেছে দারুণভাবে।

বাংলাদেশকে ঘিরে আলোচনায় এবার মুখ খুললেন কিংবদন্তী সুনীল গাভাস্কারের ছেলে, ক্রিকেট বিশ্লেষক রোহান গাভাস্কার। তিনি জানালেন, বাংলাদেশকে এখন ছোট করে দেখার সুযোগ নেই।

রোহান গাভাস্কার বলেন,
“বাংলাদেশ আর সেই দল নয় যারা বড় দলের নাম শুনে ভয় পায়। তারা এখন জানে চাপ সামলাতে হয় কীভাবে, আর ম্যাচ জেতার পরিকল্পনাও সাজাতে পারে। ভারতের বিপক্ষে তাদের সবচেয়ে বড় শক্তি হবে আত্মবিশ্বাস।”

তিনি আরও যোগ করেন,
“ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে অনেক দলই মানসিক চাপে ভেঙে পড়ে। কিন্তু বাংলাদেশ এখন সেই জায়গায় নেই। তারা জানে কীভাবে প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হয়। ফলে ভারত ম্যাচে ভয় নয়, বরং লড়াইয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে।”