ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২
Logo
logo

জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের ঘোষণা: তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না, পশ্চিমা দেশগুলোর চাপ বাড়ছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

জাতিসংঘে ইরানি প্রেসিডেন্টের ঘোষণা: তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না, পশ্চিমা দেশগুলোর চাপ বাড়ছে

 

 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদে জোর দিয়ে বলেছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করবে না। বুধবার (২৪ সেপ্টেম্বর) তিনি এই মন্তব্য করেন, যখন দেশটির ওপর তথাকথিত ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক চাপ আরও জোরদার হচ্ছে।

ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির উদ্যোগে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের ৩০ দিনের প্রক্রিয়া আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। ২০১৫ সালে বিশ্বশক্তির সাথে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগেই এই পদক্ষেপ নেয় ইউরোপের তিন দেশ, যাদের একসাথে ‘ই-৩’ বলা হয়।

চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখা। ই-৩ দেশগুলো জানিয়েছে, যদি তেহরান জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার দেয়, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসে, তবে অন্তত ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত রাখা হতে পারে।

জাতিসংঘ অধিবেশনে ইরানি প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক্স (টুইটার)-এ লেখেন, “এখনো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। আমাদের বৈধ উদ্বেগের বিষয়ে ইরানের সাড়া দেওয়ার দায়িত্ব রয়েছে।”

তবে তেহরান বলছে, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ চুক্তি থেকে বেরিয়ে আসা এবং সাম্প্রতিক বিমান হামলাগুলোই তাদের প্রতিশ্রুতি পূরণকে ব্যাহত করেছে।

জাতিসংঘে দেয়া ভাষণে পেজেশকিয়ান অভিযোগ করে বলেন, “তারা নিজেদের সৎ পক্ষ বলে দাবি করে, অথচ আমাদের আন্তরিক প্রচেষ্টাকে ছোট করে দেখিয়েছে। আসলে তারা যুক্তরাষ্ট্রের নির্দেশেই চলছে।”

এদিকে মঙ্গলবার এক রেকর্ডকৃত ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও স্পষ্ট করেছেন—তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তিনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়ে বলেন, “এটি কোনো সংলাপ নয়, এটি চাপিয়ে দেয়া নির্দেশ।”