ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২
Logo
logo

আজ পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেই ফাইনালে বাংলাদেশ, হেরে বিদায় অনিবার্য


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম

আজ পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেই ফাইনালে বাংলাদেশ, হেরে বিদায় অনিবার্য

 

এশিয়া কাপে সুপার ফোরে ভারতের কাছে ৪১ রানে হারের পর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়ে উঠেছে অনানুষ্ঠানিক সেমিফাইনাল। আজকের ম্যাচের বিজয়ী দল ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

চলতি আসরে প্রথম ফাইনালিস্ট হিসেবে ভারত নিশ্চিত হয়েছে। এই ম্যাচে জয়ী দল তাদের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে। টি-টোয়েন্টিতে দুই দলের সর্বশেষ পাঁচটি মুখোমুখি ম্যাচে পাকিস্তান জিতেছে তিনটি, বাংলাদেশ জয়ী দুইটিতে। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল লিটন দাসের দল।

ভারতের বিপক্ষে ৪১ রানের হারের পর অলিখিত ‘সেমিফাইনাল’ একাদশে হতে পারে কিছু পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। দলে ফিরতে পারেন শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদও।

পাকিস্তানও ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, “বাংলাদেশ ভালো দল। সাম্প্রতিক সময়ে তারা শক্তিশালী ক্রিকেট খেলছে। ওদের বিপক্ষে খেলতে হলে আমাদের নিজেদের দিকে মনোযোগ দিতে হবে। সব বিভাগে ভালো খেলতে হবে। আমাদের চোখ এখন বাংলাদেশ ম্যাচের দিকে।”

এর আগে, ভারতের কাছে হেরে সুপার ফোর শুরু করা পাকিস্তান লঙ্কানদের বিপক্ষে জয় পেয়েছে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে সুপার ফোরের প্রথম ম্যাচে, এবং ভারতের কাছে হেরেছে বুধবার। তবে ভারতের সঙ্গে লড়াইয়ের ধরন ধরে রেখেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।