এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ পিএম
যদি রউফ ও ফারহান লিখিতভাবে অভিযোগ অস্বীকার করেন, তাহলে আইসিসিতে শুনানি হতে পারে। এমন ক্ষেত্রে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজির থাকতে হবে দুই পাকিস্তানি ক্রিকেটারকে। যদিও ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচের রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট।
অভিযোগ অনুযায়ী, ব্যাটিং করার সময় ফারহান ফিফটি করার পর ব্যাটকে বন্দুকের মতো ধরে গুলি করার মতো অঙ্গভঙ্গি দেখান। এছাড়া ফিল্ডিংয়ের সময় সীমান্তের কাছাকাছি থাকা রউফ গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে বিমান উড়তে উড়তে ভূপাতিত হওয়ার ভঙ্গি দেখান। ধারণা করা হচ্ছে, এসব আচরণের জন্যই বিসিসিআই অভিযোগ করেছে।
রউফ ও ফারহানের অঙ্গভঙ্গি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। অনেকে তা মে মাসের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছেন। ফলে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
এশিয়া কাপে এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল দুবার মুখোমুখি হলেও ম্যাচে উত্তাপ তৈরি হয়নি। পাকিস্তানের বিপক্ষে ভারতের জয় সহজ হয়েছে—প্রথমবার ৭ উইকেটে, পরেরবার ৬ উইকেটে। উত্তাপ তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো নিয়ে।
পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সূর্যকুমার যাদবের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জমা দিয়েছে। তবে বিষয়টির সত্যতা এখনও নিশ্চিত হয়নি।