ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২
Logo
logo

অভিমন্যু ঈশ্বরণকে দলে না নেওয়ায় উত্তাল ভক্তরা, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৯ এএম

অভিমন্যু ঈশ্বরণকে দলে না নেওয়ায় উত্তাল ভক্তরা, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষণা ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার ঘোষণা করল ১৫ সদস্যের দল। কিন্তু বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ আবারও সুযোগ না পাওয়ায় সমর্থকদের ক্ষোভ তীব্র আকার নিয়েছে।

ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডে থাকলেও ঈশ্বরণকে এখনো অভিষেকের স্বাদ পেতে অপেক্ষা করতে হচ্ছে। জানা যায়, ইংল্যান্ড সফরে কোচ গৌতম গম্ভীর তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পর্যাপ্ত সুযোগ দেওয়ার। তবুও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাম না থাকায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।

প্রেস কনফারেন্সে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর দল ঘোষণা করে জানিয়েছেন, ঈশ্বরণের বাদ পড়া আসলে কৌশলগত সিদ্ধান্ত। তাঁর ভাষায়, “আমাদের দলে ইতিমধ্যেই কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল আছে। তাই আলাদা ওপেনারের দরকার হয়নি। বিদেশ সফরে সাধারণত ১৬-১৭ জন নেওয়া হয়, তখন বাড়তি ওপেনার রাখা যায়। কিন্তু এবার ১৫ জন নিতে হচ্ছে, তাই অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে রেখেছি।”

অভিমন্যুর পরিবর্তে সুযোগ পেয়েছেন দেবদূত পাডিক্কাল। ভক্তদের মতে, টানা তিন মরশুম ধারাবাহিক পারফরম্যান্স করেও এক ক্রিকেটারকে এভাবে উপেক্ষা করা একেবারেই অন্যায়। তবে আগরকর স্পষ্ট করে বলেন, প্রয়োজনে ঈশ্বরণকে পরে দলে ডেকে নেওয়া যেতে পারে।

এদিকে বাদ পড়েছেন করুণ নায়ারও। আট বছর পর টেস্ট দলে ফিরলেও ইংল্যান্ডের বিপক্ষে তাঁর পারফরম্যান্স হতাশাজনক হওয়ায় এবারও জায়গা হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় টেস্ট দল

শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব।