ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫ | ১১ আশ্বিন ১৪৩২
Logo
logo

ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করল জার্মানি, যুদ্ধের কারণে রফতানি শূন্যে নামল আগস্ট থেকে সেপ্টেম্বর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম

ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধ করল জার্মানি, যুদ্ধের কারণে রফতানি শূন্যে নামল আগস্ট থেকে সেপ্টেম্বর

গাজা যুদ্ধকে ঘিরে ইসরাইলের প্রতি কঠোর অবস্থান নিয়েছে জার্মানি। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে অস্ত্র রফতানি একেবারে শূন্যে নেমে এসেছে।

জার্মান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরাইলে কোনো ধরনের অস্ত্র রফতানির অনুমতি দেয়নি সরকার। এর ফলে এই সময়ে জার্মান প্রতিষ্ঠানগুলো ইসরাইলে একটিও অস্ত্র পাঠাতে পারেনি।

এ তথ্য জানা গেছে জার্মান বামপন্থী দল ডি লিঙ্কে’র সংসদ সদস্য উলরিশ থোডেনের করা এক প্রশ্নের জবাবে।

আগস্টে মার্জ সরকারের কড়াকড়ি

চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সরকার গত আগস্টে ইসরাইলে অস্ত্র রফতানিতে নতুন বিধিনিষেধ আরোপ করে। তখন থেকেই দেশটির রফতানি কার্যত বন্ধ হয়ে যায়।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, জার্মানির এই সিদ্ধান্তের কারণে ইসরাইলের অস্ত্র আমদানি কার্যক্রমে বড় ধাক্কা লাগে।

মার্চে প্রথম ঘোষণা

এর আগে গত ৮ মার্চ, চ্যান্সেলর মার্জ ঘোষণা দেন, গাজা যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জাম ইসরাইলে পাঠানো হবে না।

সে সময় থেকে জার্মান সরকার প্রকাশ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করতে থাকে। ফিলিস্তিনিদের প্রতি আচরণের কারণেই এই সমালোচনা। তবে ইসরাইলের ওপর আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি জার্মানি।