এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম
এশিয়া কাপে ফাইনালের স্বপ্ন পূরণ করতে পারল না বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাইয়ের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ধাক্কায় হারল টাইগাররা। বোলাররা যথাযথ পারফরম্যান্স দেখালেও ব্যাটিং অগোছালো ও ছন্নছাড়া থাকার কারণে মাত্র ১১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো।
পাকিস্তান তাদের ইনিংসে ৮ উইকেটে ১৩৫ রান করে। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে থামে ১২৪ রানে। জিতলে ফাইনাল নিশ্চিত হতো, তাই ১৩৬ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা একদমই হতাশাজনক।
প্রথম ওভারে শূন্য রানে পারভেজ হোসেন ইমন সাজঘরে ফেরেন। এরপর নিজের উইকেট ছুঁড়ে দেন তাওহিদ হৃদয়। আগের বলে তার ভুলে সাইফ হাসান নিশ্চিত রানআউট থেকে বেঁচে যান, কিন্তু পরের বলে উড়িয়ে মারতে গিয়ে ৫ রানে আউট হন হৃদয়। দুটি উইকেটই নেন শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তানও শুরুতে উইকেট হারায়। প্রথম ওভারে তাসকিনের বল থেকে সাহিবজাদা ফারহানকে (৪) তুলে নেন আফ্রিদি। পরের ওভারে মাহেদি সাইম আইয়ুবকে (০) আউট করেন। ৬ ইনিংসে ৪ বারই শূন্য রানে আউট হয়েছেন সাইম। এরপর পাওয়ারপ্লেতে পাকিস্তান আর উইকেট হারায়নি।
সপ্তম ওভারে রিশাদ ফখর জামানকে (১৩) ফিরিয়ে আনেন। পরের ওভারে ফেরান হুসাইন তালাতকে (৩) ফিরিয়ে দেন। একাদশতম ওভারে মুস্তাফিজুর রহমান অধিনায়ক সালমান আলী আগাকে (১৯) কট বিহাইন্ড করান।
৪৯ রানে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান চাপে থাকলেও বাংলাদেশ ফিল্ডিংয়ে পারফরম্যান্স ধরে রাখতে পারেনি। রিশাদের করা পরের ওভারে শাহিন শাহ আফ্রিদিকে দুটি জীবন পেয়েও ১৯ রানে ফেরেন। তাসকিনের বলে ক্যাচ নেন জাকের আলী। বাউন্ডারির কাছে পারভেজ হোসেন ইমনের ক্যাচ মিস হয়, সেটি চার হয়ে যায়।
পাকিস্তানের মোহাম্মাদ হারিস ও নাওয়াজের ৩৮ রানের জুটিতে দল একশর বেশি রান করে। হারিসকে (৩১) ফিরিয়ে দেন মাহেদি, ২৫ রানে নাওয়াজকে ফিরিয়ে তাসকিন। শেষ পর্যন্ত ফাহিম আশরাফ ১৪ অপরাজিত রানে দলের সংগ্রহকে বড় করতে পারলেও তা যথেষ্ট হয়নি।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এশিয়া কাপ থেকে বিদায়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ১০ ওভারে ৪৬ রান তুললেও শেষ ১০ ওভারে ৮৯ রান তুলতে পারে পাকিস্তান, যা পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে।