এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৯ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বোলাররা নিজেদের দায়িত্ব ভালোই পালন করেছেন। পাকিস্তানের ব্যাটারদের চোখে সরষে ফুল দেখিয়েছেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। অল্প রানে উইকেট তুলে ধরে বাংলাদেশ সমর্থকদের ফাইনালের আশা দেখিয়েছিল। কিন্তু সেই আশা ব্যাটাররা পূরণ করতে পারেনি।
১৩৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যর্থ হয় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও জাকের আলি ছাড়া কেউ বড় রান তুলতে পারেনি। ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে মাত্র ১২৪ রান। হেরেছে ১১ রানে।
ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলি কোনো রাখঢাক রাখেননি। ব্যাটিংয়ের দুর্বলতাকেই হারের মূল কারণ হিসেবে তুলে ধরেছেন।
জাকের বলেন, “বোলিং আমাদের অনেক ভালো হয়েছে। কিন্তু গত দুই ম্যাচে ব্যাটিংতে ভালো করতে পারিনি। আজও ব্যাটাররা ভালো করতে পারেনি।”
বোলিংয়ে বাংলাদেশের পারফরম্যান্স প্রশংসনীয়। মাত্র ১৮ রানে ২ উইকেট নেন রিশাদ। শেখ মেহেদি ২ উইকেট নেন, আর তাসকিন ৩ উইকেট শিকার করেন। ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করতে ভোলেননি জাকের।
জাকের বলেন, “অবশ্যই আমাদের বোলাররা ভালো করেছে। রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান সবাই ভালো খেলেছে।”
এই এশিয়া কাপে একমাত্র ব্যাটিং দিক থেকে ইতিবাচক পারফরম্যান্স দেখিয়েছেন সাইফ হাসান। সুযোগ পেয়েই সেটিকে কাজে লাগিয়েছেন তিনি। জাকের আলির মুখে প্রশংসা ঝরেছে সাইফের জন্য: “ব্যাটিংয়ে সাইফ হাসান পুরো টুর্নামেন্টেই ভালো করেছে।”