এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে রীতিমতো ঘাম ছুটেছে ভারতের। ২০২ রানের বিশাল সংগ্রহ গড়েও জয় পেতে হয়েছে সুপার ওভারে। শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ জমে উঠলেও শেষ হাসি হেসেছে রোহিত শর্মার দল।
টস হেরে আগে ব্যাট করতে নামে ভারত। শুরুতে ঝড় তোলেন অভিষেক শর্মা। তার বিধ্বংসী ব্যাটিং লঙ্কান বোলারদের চাপে ফেলে দেয়। এরপর ইনিংসের শেষ দিকে আগুন ঝরানো ব্যাটিং করেন তিলক শর্মা। এই দুই তারকার ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রানের পাহাড় গড়ে ভারত। এবারের এশিয়া কাপে প্রথম দল হিসেবে দুইশ রান পার করে তারা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে শ্রীলঙ্কা। ওপেনার পাতুম নিসাঙ্কা খেলেন অসাধারণ সেঞ্চুরি। তার ব্যাটিংয়ে এক সময় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় লঙ্কানরা। কিন্তু শেষ ওভারে রোমাঞ্চকর নাটকীয়তায় ম্যাচ সমতায় গড়ায়। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাও করে ২০২ রান।
ম্যাচ গড়ায় সুপার ওভারে। এখানে বাজিমাত করেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিং। দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানেই থামিয়ে দেন শ্রীলঙ্কাকে। এরপর ব্যাট হাতে নেমে প্রথম বলেই দৌড়ে ৩ রান নিয়ে জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব।
ভারত: ৫ উইকেটে ২০২ রান।
শ্রীলঙ্কা: ৫ উইকেটে ২০২ রান।
ফলাফল: সুপার ওভারে জয় ভারতের।
দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে দর্শকরা উপভোগ করেছেন আসল টি-টোয়েন্টি রোমাঞ্চ। ব্যাটে-বলে দারুণ লড়াইয়ের পর সুপার ওভারের রোমাঞ্চে শেষমেশ জয়ী হয়েছে ভারত, তবে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত লড়াইটা করে দেখিয়েছে।