ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২
Logo
logo

ধোনি-কোহলির উদাহরণ টেনে শাস্তি এড়াতে চাইছেন পাকিস্তানের ফারহান, আইসিসির শুনানিতে উত্তেজনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

ধোনি-কোহলির উদাহরণ টেনে শাস্তি এড়াতে চাইছেন পাকিস্তানের ফারহান, আইসিসির শুনানিতে উত্তেজনা

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করে ‘গানশট’ ভঙ্গিতে উদযাপন করেছিলেন পাকিস্তানের ওপেনার সাহিবজ়াদা ফারহান। কিন্তু সেই উচ্ছ্বাস নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি ভালোভাবে নেয়নি এবং সরাসরি অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে।

ফারহানের ব্যাখ্যা: রাজনৈতিক বার্তা নয়, ক্রিকেটীয় সংস্কৃতি

আইসিসির শুনানিতে নিজের অবস্থান পরিষ্কার করেন ফারহান। তিনি দাবি করেন, ভারতের বিরুদ্ধে অর্ধশতরান করার পর তার উদযাপন সম্পূর্ণ ক্রিকেটীয় রীতির মধ্যেই ছিল, এর মধ্যে কোনো রাজনৈতিক বার্তা ছিল না। ফারহান আরও বলেন, অতীতে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিও একই রকম ‘গানশট’ ভঙ্গিতে উদযাপন করেছেন। তাই তার আচরণ নতুন কিছু নয়।

ফারহানের ভাষায়, “ক্রিকেট সংস্কৃতিতে এ ধরনের উদযাপন অনেক খেলোয়াড়ই করেছেন। আমি আলাদা কিছু করতে চাইনি, শুধু খেলার আবেগে করেছি।”

বিসিসিআইয়ের অভিযোগ রউফকেও ঘিরে

একই ম্যাচে পাকিস্তানের পেসার হ্যারিস রউফকেও অভিযোগের মুখে পড়তে হয়। ফিল্ডিং করার সময় তার ভঙ্গি নিয়ে ভারতীয় বোর্ড অভিযোগ করে, যেখানে রাফাল যুদ্ধবিমান ধ্বংসের ইঙ্গিত দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। এই ঘটনাও বড় ধরনের বিতর্ক তৈরি করে।

আইসিসির শুনানি ও ম্যাচ রেফারির ভূমিকা

ফারহান ও রউফের শুনানি হয় আইসিসির ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের সামনে। উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচে করমর্দন বিতর্ক নিয়েও পাইক্রফ্ট আলোচনায় এসেছিলেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তখন তাকে দায়িত্ব থেকে সরানোর দাবি তোলে। যদিও আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে। পরে পাইক্রফ্ট কেবল ভুল বোঝাবুঝির জন্য পাকিস্তান দলের কাছে দুঃখ প্রকাশ করেন।

এখন সবাই তাকিয়ে আছে, ফারহান ও রউফের এই বিতর্কিত আচরণের জন্য কোনো শাস্তি দেওয়া হবে কি না। বিষয়টি চূড়ান্ত করবেন জিম্বাবোয়ের ম্যাচ রেফারি।