ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২
Logo
logo

কান্নায় ভেসে সমর্থকের অনুরোধ, “ভারতকে ছাড়বেন না” — হ্যারিস রউফকে বার্তা পাকিস্তান ভক্তের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

কান্নায় ভেসে সমর্থকের অনুরোধ, “ভারতকে ছাড়বেন না” — হ্যারিস রউফকে বার্তা পাকিস্তান ভক্তের

এশিয়া কাপের সবকটি বিতর্ক পেরিয়ে আবারও ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে এ নিয়ে তৃতীয়বার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। বৃহস্পতিবার কার্যত সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটে নেয় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান তোলে বাবর আজমের দল। পরে শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফের আগুন ঝরানো বোলিংয়ে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

স্ট্যান্ডে সমর্থকের আবেগ

জয়ের পর হ্যারিস রউফ মাঠের স্ট্যান্ডে থাকা পাকিস্তানি সমর্থকদের সঙ্গে হাত মেলান। তখনই এক ভক্ত কান্নায় ভেসে গিয়ে অনুরোধ করেন, “ভারতকে ছাড়বেন না, বদলা নিতে হবে। ভগবানের দিব্যি।” মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। রউফও সমর্থকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দেন।

বিতর্কের মাঝেই রউফ

এশিয়া কাপে শুরু থেকেই নানা কারণে আলোচনায় রয়েছেন হ্যারিস রউফ। ভারতের বিপক্ষে সুপার ফোর ম্যাচে তার বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে তৈরি হয় সমালোচনা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এসব আচরণ মাঠের ভদ্রতা ভঙ্গ করেছে।

ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচটা তুলনামূলক শান্তিপূর্ণ হলেও, সুপার ফোরে ম্যাচের বাইশ গজের লড়াই গড়ায় মাঠের বাইরে। শাহিবজাদা ফারহান ও হ্যারিস রউফের আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়।

এর মধ্যেই পাকিস্তান ইতিমধ্যে ভারতের কাছে দুটো ম্যাচ হেরেছে। কিন্তু রবিবারের ফাইনাল নিয়ে পাকিস্তান শিবির বেশ আত্মবিশ্বাসী। সমর্থকরা আশা করছেন, এবার বদলা নিয়েই মাঠ ছাড়বে তাদের দল।