ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ১২ আশ্বিন ১৪৩২
Logo
logo

হ্যারি কেইনের জোড়া গোলের দিনে বায়ার্ন মিউনিখ ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারাল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম

হ্যারি কেইনের জোড়া গোলের দিনে বায়ার্ন মিউনিখ ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারাল

জার্মান লিগ বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ আবারও প্রাধান্য দেখিয়েছে এক দুর্দান্ত পারফরম্যান্সে। হ্যারি কেইনের জোড়া গোলের সাহায্যে বাভারিয়ানরা ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারিয়েছে।

ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২২ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। মাইকেল ওলিসের ক্রস থেকে ডিফেন্ডার জনাথন তাহ’র ব্যাকহিল লুইস দিয়াসের পায়ে লেগে ব্রেমেনের জালে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্ন পায় পেনাল্টি, যা থেকে হ্যারি কেইন স্পট কিক ব্যবহার করে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৬৫ মিনিটে ইংলিশ অধিনায়ক কেইন নিজের দ্বিতীয় গোলও করেন, যা বায়ার্নের জার্সিতে তার শততম গোল হিসেবে চিহ্নিত হলো।

৮৭ মিনিটে লাইমার স্কোরশিটে নাম তুললে ম্যাচের চূড়ান্ত ফলাফল দাঁড়ায় ৪-০। প্রতিপক্ষ ভের্ডার ব্রেমেন বেশ কিছুবার আক্রমণ করলেও কার্যকর গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বড় ব্যবধানের এই হারের ফলে তারা মাঠ ছাড়তে বাধ্য হয়।

বায়ার্ন মিউনিখের দলগত সমন্বয় ও পাসিং দক্ষতা তাদের এই জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখা গেছে।