এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ পিএম
এশিয়া কাপের ফাইনালের আগে পাকিস্তান দলের কোচ মাইক হেসন ভারতের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছেন। এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান মুখোমুখি হচ্ছে ফাইনালে। তবে চলতি আসরে দু’বারের সাক্ষাতে ভারতই সহজ জয় পেয়েছে।
ফাইনালের আগে পাকিস্তানের কোচ হেসন লক্ষ্য করেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বোলিং ও ফিল্ডিংয়ে কিছু দুর্বলতা লক্ষ্য করা গেছে। একাধিক ক্যাচ পড়ছে, যা ভারতের কাছে চাপ তৈরি করতে পারে। এছাড়াও ফাইনালের আগে অভিষেক শর্মা ও হার্দিক পাণ্ডিয়ার চোট ভারতীয় শিবিরকে চিন্তায় ফেলেছে।
মাইক হেসন বলেন, “এই টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আমরা অনেক উন্নতি করেছিলাম, অন্তত প্রথম ম্যাচের তুলনায়। প্রথম ম্যাচে আমরা নিজেদের ভুলে ভারতকে সহজ সুযোগ করে দিয়েছিলাম। দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি, কিন্তু অভিষেক শর্মার ইনিংস আমাদের হারিয়ে দিয়েছে। এবার আবার সুযোগ এসেছে। ফাইনাল জেতার ক্ষমতা আমাদের আছে।”
তিনি আরও যোগ করেছেন, “খেলায় ফোকাস রাখো। ফাইনালে শুরু থেকেই ভারতকে চাপে রাখার চেষ্টা করো। চাপের ম্যাচে চাপটা ধরে রাখাই হবে আমাদের মূল চ্যালেঞ্জ। আমাদের ক্রিকেটারদের সেই ক্ষমতা আছে। ভারত বিশ্বের অন্যতম সেরা দল। তাদের চাপে রাখাটাই আমাদের মূল লক্ষ্য।”
হেসনের এই মন্তব্য পাকিস্তান দলকে ফাইনালের আগে আত্মবিশ্বাসী করার পাশাপাশি ভারতকে সতর্ক করার একটি কৌশল হিসেবেই ধরা হচ্ছে।