ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫ | ১৩ আশ্বিন ১৪৩২
Logo
logo

শোয়েব আখতার বললেন ‘অভিষেক বচ্চন’, ভাইরাল ফানি কাণ্ডে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ পিএম

শোয়েব আখতার বললেন ‘অভিষেক বচ্চন’, ভাইরাল ফানি কাণ্ডে হাসির রোল উঠল সোশ্যাল মিডিয়ায়

এশিয়া কাপ ফাইনালের আগে পাকিস্তান দল মাঠে ও মাঠের বাইরে তুমুল ট্রোলিংয়ের মুখে পড়েছে। এবার ঘটল একটি হাস্যরসাত্মক ঘটনা, যেখানে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের নাম ব্যবহার করে পাকিস্তান দলের কটাক্ষ করলেন প্রাক্তন পেসার শোয়েব আখতার।

ঘটনাটি ঘটেছে ক্রিকেট বিশ্লেষণমূলক অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-এ। পাকিস্তান দলের এশিয়া কাপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই শোয়েব আখতার বলেন, “যদি পাকিস্তান অভিষেক বচ্চনকে দ্রুত আউট করতে পারে, তাহলে তাদের মিডল অর্ডার কী হবে?”—শোনার সঙ্গে সঙ্গে স্টুডিওতে হাসির রোল ওঠে।

উপস্থিত সঞ্চালক ও অতিথিরা সঙ্গে সঙ্গে তাকে সংশোধন করেন, “বচ্চন নয়, অভিষেক শর্মা!” কিন্তু তখনই ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরাও শুরু করেন রসিকতা। এরপরই নিজের স্বাভাবিক ঠাট্টার ভঙ্গিতে প্রতিক্রিয়া দেন অভিষেক বচ্চন। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “স্যার, সর্বোচ্চ সম্মান রেখে বলছি—আমাকে আউট করতে পারবেন না! আমি তো ক্রিকেটই খেলি না।”

অভিনেতার এই মন্তব্যে অনুরাগীরা হাসিতে ফেটে পড়ে। খেলাধুলার প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত অভিষেক বচ্চন বর্তমানে একাধিক স্পোর্টস টিমের মালিকও।

এই রসিক প্রতিক্রিয়া চলতি ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতায় বাড়তি মজা যোগ করেছে। উল্লেখ্য, পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা হলেও, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর শোয়েব আখতার দলটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন, “এই পাকিস্তানই পারে ভারতের অজেয় ধারায় ইতি টানতে।” যদিও টুর্নামেন্টে ইতিমধ্যেই ভারত দু’বার পাকিস্তানকে হারিয়েছে।