এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ পিএম
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল হেরে গেছে। তবে ম্যানচেস্টার সিটি একই দিনে বার্নলিকে ৫-১ গোলে উড়িয়ে জিতে ফিরেছে। পেপ গুয়ার্দিওলার দল ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায়।
ম্যাচের ১২ মিনিটে বার্নলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় সিটি। বিরতির আগে সমতায় ফেরে বার্নলি। ৬১তম মিনিটে আর্লিং হলান্দের হেড পাস থেকে মাথেউস নুনেস দলের জন্য আবারও এগিয়ে নেন। চার মিনিট পর দ্বিতীয় আত্মঘাতী গোলটি করেন বার্নলির ফরাসি ডিফেন্ডার মাক্সিম এস্তেভে।
শেষ মিনিটে নিজের প্রথম গোলটি করেন হলান্দ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল জালে জড়িয়ে বড় জয় নিশ্চিত করেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি মৌসুমে লিগে তার গোলসংখ্যা এখন ৮। ছয় ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
দিনের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডে ম্যানইউ ৩-১ গোলে হেরে যায়। প্রথম ২০ মিনিটের মধ্যে দুটি গোল হজম করে রুবেন আমুরির দল। ২৬তম মিনিটে বেনইয়ামিন শেশকো এক গোল শোধ দেন। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি মিস করলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয়। শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ডের তৃতীয় গোলে জয় নিশ্চিত হয়। ছয় ম্যাচে তিন হারে ৭ পয়েন্ট নিয়ে ম্যানইউ তালিকার ১৪ নম্বরে।
ক্রিস্টাল প্যালেসের মাঠে লিভারপুলের প্রথম হার। ২-১ গোলে হেরে টানা পাঁচটি জয় ধরে রাখার রেকর্ড ভেঙে যায়। নবম মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল। ফেদেরিকো কিয়েজা ৮৭তম মিনিটে সমতায় ফেরালেও যোগ করা সময়ের সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার জয়সূচক গোল আসে। ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল এখনও তালিকার শীর্ষে।
চেলসিও ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরে মৌসুমে টানা দ্বিতীয় হারের মুখ দেখে। ২৪তম মিনিটে এগিয়ে দেন এনসো ফের্নান্দেস। লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে খেলতে হয় চেলসিকে। যোগ করা সময়ের দশম মিনিটে ব্রাইটনের তৃতীয় গোল চেলসিকে পরাজয়ে ফেলেছে। ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চেলসি তালিকার অষ্টম স্থানে।
অন্যদিকে টটনাম হটস্পার উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।