এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ পিএম
অবশেষে ভাগ্যের চাকা ঘুরল খুলনার জন্য। এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে রাজশাহীর কাছে বড় ব্যবধানে হেরেছিল তারা। তবে রবিবার মেট্রোর বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২২ রানের জয় তুলে নিল খুলনা বিভাগ।
১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে মেট্রোর ব্যাটিং লাইন গুটিয়ে যায় ১৪৯ রানে, বাকি ছিল ৫ বল। মৃত্যুঞ্জয় চৌধুরী ছিলেন খুলনার জয়ের নায়ক। মাত্র ৩.১ ওভারে ২২ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। অন্যদিকে ব্যাট হাতে এনামুল হক বিজয় খেলেন ঝড়ো ইনিংস—২৬ বলে ৪৯ রান।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে খুলনা উঠে এসেছে পয়েন্ট টেবিলের চার নম্বরে। প্রথম তিনটি স্থানে আছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—তাদেরও সমান ৩ পয়েন্ট। মেট্রো ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ছয়ে।
ম্যাচে শুরুটা দারুণ করেছিল খুলনা। ওপেনার ইমরানুজ্জামান ও সৌম্য সরকারের ব্যাটে আসে ৭১ রানের উদ্বোধনী জুটি। ইমরান ৩৬ রানে আউট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সৌম্যও ফিরলেন ৩৩ বলে ৪৫ রান করে। তবে এরপর এনামুল ও আফিফ হোসেন ইনিংসকে এগিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে খুলনা।
মেট্রোর হয়ে আবু হায়দার নেন ২ উইকেট, আর মারুফ মৃধা, আরিফ আহমেদ ও রাকিবুল হাসান পান ১টি করে উইকেট।
টার্গেট তাড়ায় শুরুটা ভালো হয়নি মেট্রোর। ১১ রানে প্রথম উইকেট হারালেও, নাইম শেখ ও আনিসুল ইসলাম ইমন দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে দলীয় ৭০ রানে ইমন (২৮) আউট হয়ে গেলে হঠাৎ চাপে পড়ে মেট্রো। পরের বলেই নাইম রানআউট হয়ে ফেরেন ৩৩ রানে। এরপর আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সাদমান ১৭, শামসুর ২২, আরিফ ১১ ও আবু হায়দার ১০ রান করেন।
শেষ দিকে শেখ পারভেজ জীবন ৩২ রান করলেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেননি। তিনিও তুলে নেন ২ উইকেট। খুলনার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, জায়েদ উল্লাহ ও রবিউল হক।
খুলনার এই জয় নিঃসন্দেহে টুর্নামেন্টে নতুন আত্মবিশ্বাস যোগাবে। এনামুলের নান্দনিক ব্যাটিং আর মৃত্যুঞ্জয়ের বিধ্বংসী বোলিংয়ে দলটা এখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে।