এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল, আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে লিটন দাসকে পাওয়া নাও যেতে পারে। আজ সেটিই সত্যি হলো।
বাংলাদেশ দলের অধিনায়ক পাঁজরের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে দলে রাখেনি বিসিবি। লিটন খেলতে পারেননি এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও। এবার আফগানদের বিপক্ষেও থাকতে পারছেন না তিনি। ফলে আসন্ন সিরিজে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন,
‘লিটন সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি। এমআরআই রিপোর্টে বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড–১ স্ট্রেইন ধরা পড়েছে। এখন সে পুনর্বাসনে আছে এবং আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে পারবে না। আমাদের মেডিক্যাল টিম তার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করবে।’
লিটনের অনুপস্থিতি খুলে দিল সৌম্য সরকারের ভাগ্যের দরজা। বাঁহাতি এই ব্যাটারকে ৯ মাস পর আবার ফিরিয়ে আনা হয়েছে টি–টোয়েন্টি দলে। সর্বশেষ তিনি খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে। আর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে ফরম্যাটে।
অন্যদিকে, এশিয়া কাপে খেলা বাকি ক্রিকেটাররা থাকছেন আফগানিস্তান সিরিজেও। সিরিজটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। প্রথম ম্যাচ হবে ২ অক্টোবর, আর বাকি দুটি ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর শারজায়।
বাংলাদেশ স্কোয়াড আফগানিস্তান সিরিজের জন্য:
জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।