এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ পিএম
আগের ম্যাচে ফিফটি তুলে দলকে জিতিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, ৬০ ইনিংস পর টি–টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি। শুধু ব্যাট হাতে নয়, বল হাতে নিয়েছিলেন এক উইকেট। এবার দ্বিতীয় ম্যাচে বল হাতেও দেখালেন দারুণ পারফরম্যান্স।
ঢাকা বিভাগের অলরাউন্ডার মোসাদ্দেক রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের বিপক্ষে বল হাতে ঝড় তুলেছেন। মাত্র ১৯ রানে ৩ উইকেট তুলে তিনি পুরো সিলেটের স্কোর নিয়ন্ত্রণে রেখেছেন।
মোসাদ্দেকের দারুণ বোলিংয়ে সিলেট ১৩৪ রানের বেশি করতে পারেনি। জবাবে ঢাকার ওপেনার আশিকুর রহমান শিবলী ঝড়ো ব্যাটিং করে দলকে জয় এনে দেন। মাত্র ৩ ওভার হাতে রেখে ৯ উইকেটে জয় পায় ঢাকা বিভাগ। এটি তাদের তিন ম্যাচে দ্বিতীয় জয়, একটি ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে। অন্যদিকে সিলেটের এটি প্রথম হার।
সিলেটের দুই ব্যাটসম্যান আসাদুল্লাহ গালিব ও অমিত হাসান ফিফটির দেখা পেয়েছেন। দুজনেরই রান ৫২। এর বাইরে রেজাউর রহমান রাজা কেবল ১৫ রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। মোসাদ্দেকের ৩ উইকেটের পাশাপাশি শুভাগত হোম ও মাহফুজুর রাব্বি দুজনের কাছ থেকে ২টি করে উইকেট এসেছে।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আশিকুর ঝড় তুলেছেন। ছয়টি চার ও তিনটি ছক্কায় মাত্র ৩৯ বলে ৬০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। তাকে থামান নাঈম হোসেন। আরেক ওপেনার রাফসান ৪৬ রানে অপরাজিত, তার সঙ্গে আরিফুল ইসলাম ২৬ রানে অপরাজিত ছিলেন।
ঢাকা বিভাগের এই জয়ে দাপট দেখানো হয়েছে, আর সিলেট পরে বদলা নিতে পারবে কি-না, তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।