ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

লা লিগায় লেভানডোভস্কি ও ইয়ামালের দুর্দান্ত জোড়ায় জয়ের পর এক নম্বরে বার্সেলোনা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম

লা লিগায় লেভানডোভস্কি ও ইয়ামালের দুর্দান্ত জোড়ায় জয়ের পর এক নম্বরে বার্সেলোনা

লা লিগায় দারুণ রোমাঞ্চ ছড়াল বার্সেলোনা। এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেল কাতালানরা। অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদের অপ্রত্যাশিত ৫-২ গোলের হার বার্সাকে সুযোগ করে দিয়েছিল। আর সেই সুযোগ হাতছাড়া করেনি তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। একের পর এক প্রচেষ্টা করেন মার্কাস র‍্যাশফোর্ড, রোনাল্ড আরাউহো ও রুনি বার্ঘডজি, তবে সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো দারুণ সেভে বার বার দলকে রক্ষা করেন। রবার্ট লেভানডোভস্কির একটি সহজ সুযোগ হাতছাড়া করার পরই ৩১ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। আন্দের বারেনেচিয়ার নিখুঁত ক্রসে আলভারো ওদ্রিওজোলা কোনো ভুল করেননি, সহজেই বল জালে পাঠান।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ঘুরে দাঁড়ায় বার্সা। কর্নার থেকে জুলস কুন্দের দুর্দান্ত হেডে সমতায় ফেরে ম্যাচ। বিরতির পর মাঠে নামেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল, যিনি সম্প্রতি ইউরোপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মাঠে নামার কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তার দারুণ ক্রস থেকে লেভানডোভস্কি এবার ভুল করেননি, নিখুঁত হেডে গোল করে দলকে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পায়। লেভানডোভস্কি দ্বিতীয়বারের মতো গোলের কাছে গিয়েও ব্যর্থ হন, অন্যদিকে সোসিয়েদাদের তাকেফুসা কুবোর শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচের শেষ মুহূর্তেও বার্সেলোনার একটি প্রচেষ্টা ক্রসবারে আঘাত করে ফিরে আসে।

তবুও শেষ বাঁশি বাজতেই জয় উদযাপন করে বার্সেলোনা। সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়, আর এই জয়ে তারা এক পয়েন্টে এগিয়ে লা লিগার শীর্ষে জায়গা করে নিয়েছে।