এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
ইতালিতে আয়োজিত হতে যাওয়া জনপ্রিয় সাইক্লিং প্রতিযোগিতা ‘জিরো দেল এমিলিয়া থেকে ইসরায়েল-প্রিমিয়ার টেক দলকে বাদ দেওয়া হয়েছে। আয়োজকদের দাবি, নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না।
সম্প্রতি অনুষ্ঠিত ‘ভুয়েলতা আ এসপানিয়া’রেসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা একাধিকবার বিঘ্ন ঘটায়, যার মূল লক্ষ্য ছিল ইসরায়েলি দল। সেই ঘটনার পর থেকেই আয়োজকরা সতর্ক হয়ে ওঠেন।
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই একদিনের রেস শেষ হওয়ার কথা ইতালির বোলোনিয়ায়। আশঙ্কা ছিল, ফিনিশ লাইনে বিক্ষোভকারীরা হামলা চালাতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।
গত সোমবার মিলানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এটি ছিল ইতালির জাতীয় ধর্মঘটেরই অংশ, যা গাজায় ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে দেশটির বিভিন্ন ট্রেড ইউনিয়ন ডেকেছিল।
রেস আয়োজক সংস্থার প্রেসিডেন্ট আড্রিয়ানো আমিচি রয়টার্সকে বলেন—
“সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো এবং ফাইনাল সার্কিটের প্রকৃতি বিবেচনা করে, অংশগ্রহণকারী সব অ্যাথলিট, টেকনিক্যাল টিম এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বছর ইসরায়েলি দলের অংশগ্রহণ বাতিল করতে হয়েছে।”
শুধু ক্রীড়া নয়, গাজায় হামলার পর থেকে বিশ্বজুড়ে উৎসব, সংগীত প্রতিযোগিতা এমনকি সাংস্কৃতিক আয়োজন থেকেও ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
জাতিসংঘ জানিয়েছে, গাজায় এ পর্যন্ত প্রায় **৬৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন**, যা তারা সরাসরি **‘গণহত্যা’** বলে অভিহিত করেছে।