এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ পিএম
এশিয়া কাপের পর আবারও মাঠে নামছে ভারত-পাকিস্তান, তবে এবার লড়াই হবে নারী ক্রিকেটে। আসন্ন **নারী ওয়ানডে বিশ্বকাপ**েই দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই।
বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২ অক্টোবরথেকে। ইতোমধ্যেই অংশগ্রহণকারী সব দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে পাকিস্তান নারী দল খেলতে ভারতের মাটিতে আসছে না। তাদের সব ম্যাচ আয়োজন করা হবে **শ্রীলঙ্কার কলম্বোতে। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়**।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক **হারমানপ্রীত কৌর** বিশ্বকাপ নিয়ে নিজের মতামত জানান। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে ভারত-পাকিস্তান ম্যাচে উত্তেজনা প্রসঙ্গে। কারণ, সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুই দল ম্যাচ শেষে হাত মেলাননি। এবারও কি সেই একই ঘটনা ঘটতে যাচ্ছে?
হারমানপ্রীত বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন—
“আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা আপাতত শুধু আমাদের খেলা নিয়েই ভাবছি। কাজ একটাই—ক্রিকেট খেলা। তাই ক্রিকেটেই মন দিচ্ছি।”
তার এই বক্তব্য থেকে পরিষ্কার যে ভারতীয় দল পাকিস্তানের সঙ্গে অক্রিকেটীয় কিছু নিয়ে ভাবছে না। তবে এশিয়া কাপে যেমন তারা কেবল খেলায় মনোযোগ দিয়েছিল, হাত মেলানো থেকে বিরত থেকেছিল, নারী বিশ্বকাপেও হয়তো একই দৃশ্য দেখা যেতে পারে।
সব মিলিয়ে, ৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে ক্রিকেট দুনিয়ায় বাড়ছে উত্তেজনা। মাঠে খেলা যতটা তীব্র হবে, মাঠের বাইরের আচরণও ততটাই আলোচনার জন্ম দেবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।