ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

 সেনাদের জন্য সূর্যকুমারের ম্যাচ ফি, হামলায় নিহতদের জন্য সালমানের দান—এশিয়া কাপের বিতর্কিত পরিণতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

 সেনাদের জন্য সূর্যকুমারের ম্যাচ ফি, হামলায় নিহতদের জন্য সালমানের দান—এশিয়া কাপের বিতর্কিত পরিণতি

এশিয়া কাপ ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন দুই অধিনায়ক—ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানের সালমান আলী আগা। খেলায় হেরে যাওয়ার পরেও সালমান এমন এক ঘোষণা দিলেন, যা মুহূর্তেই ঝড় তোলে বিশ্ব ক্রীড়াঙ্গনে।

ফাইনালের পর সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানিয়ে দেন, তিনি টুর্নামেন্টে পাওয়া নিজের সব ম্যাচ ফি ভারতীয় সেনাদের জন্য দান করবেন। তার ভাষায়, *“আমি চাই আমার সমস্ত ম্যাচ ফি ভারতীয় সেনাদের হাতে পৌঁছাক। কেউ হয়তো এটিকে বিতর্কিত বলবে, কিন্তু আমার কাছে এটিই সঠিক কাজ।”* তিনি আরও বলেন, জম্মু-কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও এই অর্থ দেওয়া হবে। বক্তব্য শেষ করেই তিনি দ্রুত সংবাদ সম্মেলন ত্যাগ করেন।

তবে নাটকীয় মোড় আসে কিছুক্ষণ পরই। পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আগা হাজির হয়ে প্রায় একই ধরনের ঘোষণা দেন, যদিও তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, *“আমরা পুরো দল মিলে আমাদের ম্যাচ ফি দান করছি সেই বেসামরিক মানুষ ও শিশুদের জন্য, যারা ভারতীয় হামলায় প্রাণ হারিয়েছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।”* কথা শেষ করেই সালমান দ্রুত বেরিয়ে যান। কারও কাছে তার এই ঘোষণা সূর্যকুমারের অনুকরণ, আবার কারও কাছে তা সরাসরি পাল্টা জবাব।

আসলে এই এশিয়া কাপে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব সীমাবদ্ধ ছিল না কেবল মাঠেই। হাত না মেলানো থেকে শুরু করে প্রতিটি আচরণে ফুটে উঠেছে রাজনৈতিক উত্তেজনা। ফাইনালে ভারত শিরোপা জিতলেও পুরস্কার বিতরণী মঞ্চে দেখা যায় নতুন নাটক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এর পরপরই ক্ষুব্ধ সালমান রানার্স-আপ চেক ছুঁড়ে ফেলার মতো অস্বাভাবিক পদক্ষেপ নেন।

সবকিছু মিলিয়ে স্পষ্ট হলো—ভারত-পাকিস্তানের ক্রিকেট এখন আর কেবল খেলা নয়, বরং রাজনৈতিক টানাপোড়েন, প্রতিশোধ আর তিক্ততার প্রতিচ্ছবি। এশিয়া কাপ ২০২৫ হয়তো রেকর্ড শিরোপার জন্য নয়, বরং বিতর্কিত এই সব ঘটনার জন্যই বেশি মনে থাকবে।