ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

 রুবেলের জাদুকরী বোলিংয়ে রাজশাহীর বিপক্ষে অনায়াস জয় পেল চট্টগ্রাম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

 রুবেলের জাদুকরী বোলিংয়ে রাজশাহীর বিপক্ষে অনায়াস জয় পেল চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগে সিলেটের মাটিতে দেখা গেল একেবারেই অপ্রত্যাশিত দৃশ্য। ডানহাতি অফস্পিনার মো. রুবেলের স্পিন জাদুতে রাজশাহীর ব্যাটিং লাইনআপ ধসে পড়ে, আর সেই সুযোগে চট্টগ্রাম বিভাগ পায় দুর্দান্ত জয়।

ম্যাচে আগে ব্যাটিং করে চট্টগ্রাম ৬ উইকেটে তোলে ১৫৫ রান। জবাবে ব্যাট করতে নেমে রাজশাহী ১২৫ রানের বেশি করতে পারেনি। ফলে ৩০ রানের ব্যবধানে সহজ জয় পায় চট্টগ্রাম।

চট্টগ্রামের জয়ের নায়ক রুবেল বোলিং করেন আগুন ঝরানো এক স্পেল। তিনি ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। তার ১২ বলই ছিল ডট ডেলিভারি, আর বাউন্ডারি দিয়েছেন মাত্র ২টি। রুবেলের শুরুর আঘাতেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় রাজশাহীর। এরপর বাকি বোলাররাও দারুণ ছন্দ ধরে রাখেন। হাসান মাহমুদ, নাঈম হাসান ও মেহেদী হাসান রানা নেন ১টি করে উইকেট। যদিও উইকেট পাননি হাসান মুরাদ, তবে তার বোলিং ছিল অসাধারণ—৪ ওভারে দেন মাত্র ১৫ রান।

রাজশাহীর ব্যাটিং ছিল একেবারেই বিবর্ণ। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন প্রীতম কুমার। অধিনায়ক শান্ত ও তিনে নামা সাব্বির হোসেন করেন ২১ রান করে। আগের ম্যাচে দুর্দান্ত খেলা হাবিবুর রহমান সোহান আজ মাত্র ৮ রানে আউট হন।

চট্টগ্রামের ব্যাটিংয়ে ভরসা ছিলেন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু। তবে আজ জয় ব্যর্থ হয়ে মাত্র ৬ রানে ফেরেন সাজঘরে। অন্যদিকে দিপু খেলেন দায়িত্বশীল ইনিংস, তার ব্যাট থেকে আসে ৪৫ রান। সমান ৪৫ রান করেন মমিনুল হকও। এই দুই ব্যাটসম্যানের জুটিতেই মূলত চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রানে।

এছাড়া ইরফান শুক্কুর করেন ১৬ রান ও নাঈম হাসান ১৩ রান। তবে শুক্কুর রান আউটের বাধা দেওয়ার অভিযোগে “অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড”-এ আউট হয়ে মাঠ ছাড়েন, যা ছিল ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা।

রাজশাহীর বোলিংয়ে মেহেরব হাসান ও আসাদুজ্জামান পায়েল ছিলেন কার্যকর। দুজনই তুলে নেন ২টি করে উইকেট।

এই হারে রাজশাহী তিন ম্যাচে দ্বিতীয়বার পরাজিত হলো। অন্যদিকে, চট্টগ্রাম তিন ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিলেও তাদের একটি ম্যাচ ভাগাভাগি করতে হয়েছে।