ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রে ভয়াবহ গির্জা হামলা: বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আগুনে পুড়ল পুরো ভবন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ গির্জা হামলা: বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আগুনে পুড়ল পুরো ভবন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ঘটল ভয়াবহ এক ট্র্যাজেডি। স্থানীয় সময় রবিবার সকালে গ্র্যান্ড ব্ল্যাঙ্কের ল্যাটার-ডে সেন্টস শহরের জেসাস ক্রাইস্ট চার্চে প্রার্থনা চলাকালীন এক বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। গুলির পাশাপাশি তিনি চার্চ ভবনে আগুন ধরিয়ে দেন, যেখানে আরো কয়েকজন আহত হন এবং অনেকে নিখোঁজ রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীর নাম টমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। তিনি পাশের বার্টন শহরের বাসিন্দা ছিলেন। পুলিশ ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করে।

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটে স্যানফোর্ড গাড়ি নিয়ে চার্চে ঢুকে পড়েন। এর পরপরই অ্যাসল্ট রাইফেল দিয়ে নির্বিচারে গুলি চালাতে থাকেন এবং আতঙ্ক সৃষ্টির পর ভবনে আগুন ধরিয়ে দেন। ঠিক আট মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গুলি করে হত্যা করে। স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে তার মৃত্যু হয়।

রেনি আরও জানান, চার্চ ভবনটি আগুনে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো ভেতরে অনেক জায়গা পরিষ্কার করা হয়নি। কিছু মানুষ নিখোঁজ রয়েছেন এবং আগুন কীভাবে শুরু হয়েছিল, সেটি এখনো তদন্তাধীন। তবে পুলিশের ধারণা, হামলাকারী নিজেই আগুন লাগিয়েছিল।

তিনি বলেন, “এই মুহূর্তে পুরো কমিউনিটি শোকে ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকতে আমরা একটি হটলাইন চালু করেছি।”

অন্যদিকে, তদন্তকারীরা স্যানফোর্ডের বাড়ি ও ব্যক্তিগত ফোন রেকর্ড খতিয়ে দেখছেন। হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে পুলিশ এটিকে ‘লক্ষ্যবস্তুবদ্ধ সহিংসতা’ হিসেবে বিবেচনা করছে।

উল্লেখ্য, এর আগের দিন শনিবারও যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে বন্দুক হামলার ঘটনা ঘটে। সেদিন এক বন্দুকধারী নৌকা থেকে রেস্তোরাঁয় গুলি চালায়, এতে ৩ জন নিহত ও ৮ জন আহত হন।