এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম
ফিলিপাইনে আবারও ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বুয়ালইয়ের তাণ্ডবে দেশটিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন এবং আহত হয়েছেন ৩৩ জন। রবিবার ফিলিপাইনের সরকারি সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, স্থানীয়ভাবে ওপং, নান্দো এবং মিরাসোল নামে পরিচিত এই ঘূর্ণিঝড়ে টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে প্রায় ৭ লাখ ৩৮ হাজারেরও বেশি পরিবার বা প্রায় ২৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থার তথ্যমতে, বর্তমানে প্রায় ৪৬ হাজার পরিবার (১ লাখ ৬৩ হাজার মানুষ) আশ্রয় নিয়েছে দেশের বিভিন্ন স্থানে থাকা ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে। আরও ৩১ হাজার পরিবার (১ লাখ ১৮ হাজার মানুষ) আশ্রয়কেন্দ্রের বাইরে থেকেও জরুরি সাহায্য পাচ্ছে।
ক্ষয়ক্ষতির হিসাবে দেখা যায়, শুধু কাগায়ান উপত্যকায় ৮ জন, বিকোল অঞ্চলে ৯ জন, কর্ডিলেরা অঞ্চলে ৪ জন, সেন্ট্রাল লুজন অঞ্চলে ২ জন, সেন্ট্রাল ভিসায়াসে ২ জন এবং পূর্ব ভিসায়াসে ১ জনের মৃত্যু হয়েছে।
ঝড়-বন্যায় ইতিমধ্যেই ৮ হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকার বিভিন্ন জাতীয় সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় প্রায় ১ লাখ ৫০ হাজার পরিবারের মাঝে আর্থিক সাহায্য বিতরণ করেছে।
গত শুক্রবার ফিলিপাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় বুয়ালই। প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টিতে দেশটির **মধ্য ফিলিপাইন ও দক্ষিণ লুজনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে বুলাকান এলাকায় বন্যার কারণে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়ে।
এর আগে গত সপ্তাহেই ফিলিপাইন ও তাইওয়ান সুপার টাইফুন রাগাসার তাণ্ডব থেকে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। রাগাসার আঘাতে তখন ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। তার মধ্যেই আবার বুয়ালইয়ের আঘাত নতুন করে আতঙ্ক বাড়াল।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় বুয়ালই আজ সোমবার দুপুরের মধ্যে মধ্য ভিয়েতনামে আঘাত হানতে পারে। আগাম সতর্কতা হিসেবে দেশটি ইতিমধ্যেই বিমানবন্দর বন্ধ করে দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।