ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ | ১৪ আশ্বিন ১৪৩২
Logo
logo

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন তিনবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী পপি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৯ পিএম

দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন তিনবার জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী পপি

দীর্ঘদিন আড়ালে থাকা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি এবার বড় পর্দায় ফিরছেন। আগামী ১৭ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সাদেক সিদ্দিকী।

পরিচালক বলেন, “বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক করেও শেষ মুহূর্তে পরিবর্তন করতে হয়েছিল। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত। আর পপিকে দীর্ঘদিন অপেক্ষা করাতে চাইনি। তাই সিনেমাটি মুক্তি পাচ্ছে।”

এর আগে কয়েকবার মুক্তির ঘোষণা এসেও শেষ পর্যন্ত পিছিয়ে গিয়েছিল। পরিচালক জানিয়েছেন, আড়ালে থাকা পপিকে কেন্দ্র করে প্রচারণা করার ইচ্ছা ছিল। তবে বর্তমানে নায়িকার সঙ্গে তাদের কোনো সরাসরি যোগাযোগ নেই।

পপির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিনেমা জগতে ফেরার কোনো পরিকল্পনা আপাতত নেই। তিনি বর্তমানে স্বামী, সন্তান ও সংসারনিয়েই ব্যস্ত। তবে প্রযোজনায় ফেরার ইঙ্গিত দিয়েছেন, যদিও তা সময়সাপেক্ষ।

সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মিত হয়েছে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে। এতে পপিকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। তার সহশিল্পী আমিন খান। এছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।

শুটিং শুরু হয়েছিল ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে। দুই বছরের বিরতির পর এই সিনেমার মাধ্যমে পপি নতুন করে ক্যামেরার সামনে দাঁড়ান। শুটিং শেষে তিনি আবার পুরোপুরি আড়ালে চলে যান।

সর্বশেষ২০১৯ সালে মুক্তি পেয়েছিল পপি অভিনীত ‘দি ডিরেক্টর’। এরপর তার নতুন কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসেনি। বর্তমানে পপির কারণে আটকে আছে রাজু আলীম পরিচালিত ‘ভালোবাসার প্রজাপ্রতি’ এবং আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ।