ঢাকা, বুধবার, অক্টোবর ১, ২০২৫ | ১৫ আশ্বিন ১৪৩২
Logo
logo

আফগানিস্তানে হঠাৎ বন্ধ হলো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা, রহস্য ঘিরে তালেবান সিদ্ধান্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ পিএম

আফগানিস্তানে হঠাৎ বন্ধ হলো মোবাইল ও ইন্টারনেট পরিষেবা, রহস্য ঘিরে তালেবান সিদ্ধান্ত

আফগানিস্তানে হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে দেশজুড়ে মোবাইল ফোন ও ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে দেশটির বাসিন্দারা এবং টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থাগুলো।

তালেবান সরকার কেন এই কঠোর পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনো দেয়নি। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম *রয়টার্স* জানায়, চলতি মাসের শুরুতে তালেবান সরকার অনলাইনে পর্নোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এরপর থেকেই ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে থাকে তারা।

তালেবান কর্মকর্তারা এর কারণ হিসেবে “নৈতিকতার উদ্বেগ” দেখালেও এবার পুরো দেশেই টেলিযোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস জানিয়েছে, আফগানিস্তানে ধাপে ধাপে ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে বলেছে, “নৈতিকতার নামে কঠোর ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে আফগানিস্তান এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটে।”

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে দেশটিতে ইসলামি শরিয়াহ আইন অনুসারে কঠোর নিয়মকানুন চালু করা হয়েছে। নারীদের শিক্ষা, কাজ ও চলাচলে সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি এবার যোগাযোগ ব্যবস্থাতেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করল তালেবান সরকার।